Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিয়ালের দুঃস্বপ্নের দিন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দলের আমূল পরিবর্তনের চরম খেসারত দিতে হলো জিনেদিন জিদানকে। লা লিগায় ঘরের মাঠে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারিয়েছে তার দল। সান্তিয়াগো বার্নাবুতে গতকাল লেভান্তের সাথে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। গদার উপর খাড়ার ঘা হয়ে এসেছে করিম বেনজেমার হ্যামস্ট্রিং ইনজুরি ও শেষ সময়ে মার্সেলোর লাল কার্ড।
আগের ম্যাচে ভ্যালেন্সিয়ার সাথে ২-২ ড্র করে আন্তজাতিক বিরতিতে যায় রিয়াল। এদিন ইসকো, কাসিমিরো ও গ্যারেথ বেলদের বেঞ্চে বসিয়ে একাদশ সাজান জিদান। ক্রিশ্চিয়ানো রোনালদো আগে থেকেই নেই নিষেধাজ্ঞার কারণে। জাতীয় দলে সময় দেওয়ার কারণে বিশ্রাম দেওয়া হয় লুকা মড্রিচ ও কেইলর নাভাসকে। ফলস্বরুপ ১২ মিনিটেই স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দিয়ে এগিয়ে যায় সফরকারী লেভান্তে। প্রথমার্ধেই অবশ্য গোলটি শোধ দিয়ে দেন লুকাস ভাজকুয়েজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ