Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগুনে ম্যাচে সিটির জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আগুনে ম্যাচই বা বলি কি করে। ম্যানচেস্টার সিটির মাঠে যে লিভারপুল পাত্তাই পেলো না। ইয়ুর্গুন ক্লাপের দলকে গুনে গুনে ৫ গোল দিলো পেপ গার্দিওলার শিষ্যরা।
ম্যাচের উত্তাপে ভাটা পড়ে মূলত ৩৭তম মিনিটে লিভারপুলের খেলোয়াড় সাদিও মানের লাল কার্ডের পর। সার্জিও আগুয়েরোর গোলে তখন এগিয়ে সিটি। গোলরক্ষক অ্যান্ডারসনকে খুব বাজেভাবেই ফাউল করেন মানে। তার বুটের আঘাতে সাথে সাথে ট্রেচারে করে মাঠ ছাড়েন অ্যান্ডারসন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বড় ধরনের নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন সেনেগালের এই মিডফিল্ডার। প্রিমিয়ার লিগে এদিন নিজের ১২৪তম গোল করে নন ইউরোপিয়ানদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা বনে যান আর্জেন্টাইন স্ট্রাইকার আগুয়েরো। পরে দুটি করে গোল করেন গ্যাব্রিয়েল জেসুস ও লেরয় সানে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ