নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আসন্ন গোলকোস্ট কমনওয়েলথ গেমসের জন্য দু’টি ওজন শ্রেনীতে চারজন বক্সারকে নির্বাচিত করা হয়েছে। এরা হলেন- ৫৬ কেজি ওজন শ্রেণীতে সেনাবাহিনীর টিপু ও আনসারের রবিন মিয়া এবং ৬৪ কেজি ওজন শ্রেণীতে সেনাবাহিনীর আল আমিন ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আবদুর রাজ্জাক। এ প্রসঙ্গে বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারন সম্পাদক এমএ কুদ্দুস খান বলেন, ‘অস্ট্রেলিয়ার গোলকোস্টে আগামী বছর অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমস। সেখানে ৫৬ ও ৬৪ কেজিতে বাংলাদেশ থেকে দু’জন বক্সার অংশ নেবেন। আজ (শনিবার) ট্রায়াল ফাইটের মাধ্যমে আমরা চারজনকে বাছাই করেছি। যেহেতু এখনো প্রায় এক বছর বাকি। তাই ইনজুরি সমস্যার কথা ভেবেই দু’জনের জায়গায় চারজনকে রাখা হয়েছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) ক্যাম্প শুরু করতে বললেই আমরা আর্মি স্টেডিয়াম কিংবা বিকেএসপিতে আবাসিক ক্যাম্প করাবো।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।