মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মেক্সিকোর দক্ষিণ উপকূলে ৮.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর এবার আঘাত হেনেছে ঘূর্ণিঝড় কাতিয়া। গত শুক্রবার রাতে মেক্সিকোর উত্তর-পশ্চিম উপকূলে ঘূর্ণিঝড় কাতিয়া আঘাত হানে। আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড় কাতিয়ার ক্যাটাগরি ১। ঘন্টায় ৭৫ কিলোমিটার বেগে ধেয়ে এসেছে কাতিয়া। পরবর্তী ২৪ ঘণ্টায় তা আরো দুর্বল হয়ে পড়বে। এতে তেমন ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। অন্যদিকে ৪ মাত্রার ঘূর্ণিঝড় জস আঘাত হেনেছে ক্যারিবিয়ান অঞ্চলের উত্তর লিওয়ার্ড দ্বীপপুঞ্জে। ঘণ্টায় ১৫৫ মাইল গতিবেগে আঘাত হেনেছে জস। মেক্সিকোর দক্ষিণা উপকূলে ৮.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬১ জনে দাঁড়িয়েছে। গত শুক্রবার সকালে গুয়েতেমালা সীমান্তের কাছে ওই ভূমিকম্প হয়। প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো বলেছেন, এ ভূমিকম্পে আহত হয়েছে কমপক্ষে ২০০ জন। আহতদের উদ্ধারে ব্যাপক উদ্ধারাভিযান চলছে। এদিকে বৃহস্পতিবার রাতে মেক্সিকোর দক্ষিণ উপকূলে ৮.২ মাত্রার ভূমিকম্পের ফলে এ পর্যন্ত ৬১ জন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হওয়ার তথ্য জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো। প্রেসিডেন্ট জানান, নিহতদের মধ্যে ৪৫ জন ওয়াক্সাকাতে, ১২ জন ছিয়াপাসে এবং চারজন টাবাসকোতে প্রাণ হারান। ভূমিকম্পে নিহতদের স্মরণে একদিনের শোক ঘোষণা করা হয়েছে মেক্সিকোতে। এছাড়া দেশটির পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট এনরিক পেনা। বিপুল সংখ্যক উদ্ধারকর্মী টাবাসকো, ওয়াক্সাকা এবং ছিয়াপাসে ধসে পড়া ভবনের ভিতর থেকে আটকা পড়া মানুষজনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে বৃষ্টির কারণে উদ্ধারকাজে ব্যাপক সমস্যা হচ্ছে। তার ওপর ঘূর্ণিঝড় কাতিয়া আঘাত হানার ফলে উদ্ধারকাজে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের উৎপত্তিস্থল মেক্সিকো উপকূলের পিজিজিয়াপান শহর থেকে ৮৭ মাইল দক্ষিণ-পশ্চিমে; ভূমির ২০ কিলোমিটার গভীরে। বৃহস্পতিবারের এ ভূমিকম্প ছিল এক শতাব্দীর মধ্যে মেক্সিকোর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে ৮.২ মাত্রার এই ভূমিকম্প মেক্সিকোর সীমানা ছাড়িয়ে প্রতিবেশী কিছু দেশে অনুভূত হয়েছে। ভূমিকম্পে নিহত ও নিখোঁজদের জন্য শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট নিয়েতো। এ দিন দেশটির জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সিএনএন, বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।