মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কিউবায় আঘাত হানার পর ধেয়ে আসা ঘূর্ণিঝড় ইরমার চোখ রাঙানিতে কয়েক লাখ বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ। সপ্তাহব্যাপী ক্যারিবিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ তান্ডব চালিয়ে অন্তত ২১ জনের প্রাণহানির পর পাঁচ মাত্রার এই ঘূর্ণিঝড়টি গত শুক্রবার কিউবাতে আছড়ে পড়ে। গত এক শতাব্দীর মধ্যে আটলান্টিক মহাসাগরে সৃষ্ট সবচেয়ে শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি রোববার স্থানীয় সময় সকালে ফ্লোরিডায় আঘাত হানতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। তীব্র বাতাস ও বন্যার মাধ্যমে ইরমা যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম এই রাজ্যটিতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ নিয়ে আসছে বলে আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষের নির্দেশের পর মিয়ামির আশপাশসহ অনেক এলাকা থেকে ব্যাপক অপসারণ প্রক্রিয়া শুরু হয়েছে; কিন্তু সড়কে অসংখ্য গতিরোধক থাকার পাশাপাশি জ্বালানি সংকট এবং বৃদ্ধদের অবসরকালীন গন্তব্যে নিয়ে যাওয়ার চেষ্টায় দ্রæত সবাইকে সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন কর্মকর্তারা। সবাইকে সতর্ক করে ফ্লোরিডার গভর্নর রিক স্কট বলেছেন,“আমাদের সময় কম; আপনি যদি খালি করে ফেলার নির্দেশ দেওয়া অঞ্চলগুলোর মধ্যে থাকেন, তাহলে এখনি চলে যান। এটা এমন এক সর্বনাশা ঝড় হতে যাচ্ছে, যা আমাদের রাজ্য আগে দেখেনি। উপকূল থেকে উপকূলে এই ঝড় প্রভাব ফেলবে বলেও মন্তব্য করেন তিনি। ফ্লোরিডার জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, রাজ্যের ২৫ শতাংশ অর্থাৎ প্রায় ৫৬ লাখ লোককে সরে যেতে বলা হয়েছে। ইরমাকে ‘ঐতিহাসিক ধ্বংসযজ্ঞের ক্ষমতাসম্পন্ন ঝড়’ অভিহিত করে এক ভিডিওবার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্প জনগণকে সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের নির্দেশনা মেনে চলতে অনুরোধ করেছেন। ফ্লোরিডার পাম বীচে ট্রাম্পের রিসোর্ট মার-আ-লগো খালি করারও নির্দেশ দেওয়া হয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।