Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হ্যালির মুখরতার জন্য যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে: উ. কোরিয়া

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

উত্তর কোরিয়া যুদ্ধের জন্য মিনতি করছে বলে যুক্তরাষ্ট্র যে মন্তব্য করেছে তার কঠোর জবাব দিয়েছে পিয়ংইয়ং। দেশটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এ ধরনের মন্তব্যের জন্য যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে। স¤প্রতি জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, উত্তর কোরিয়া ‘যুদ্ধের জন্য কাকুতি-মিনতি’ করছে। এর জবাবে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বলেছে, হ্যালির মুখরতার জন্য মার্কিন প্রশাসনকে চড়া মূল্য দিতে হবে। বার্তা সংস্থাটি নিকি হ্যালির মন্তব্যকে ‘মৃগীরোগের আক্রমণ-প্রসূত’ বক্তব্য বলেও উল্লেখ করেছে। পিয়ংইয়ং হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এক জরুরি বৈঠকে বসে। ওই বৈঠকে হ্যালি বলেন, উত্তর কোরিয়ার কর্মকান্ড দেখে মনে হয় দেশটি প্রচন্ডভাবে যুদ্ধ কামনা করছে। তিনি পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে কঠোরতম কূটনৈতিক পদক্ষেপ নেয়ার আহŸান জানান। এর পরদিন মঙ্গলবার উত্তর কোরিয়া আমেরিকাকে সতর্ক করে দিয়ে ঘোষণা করে, পিয়ংইয়ং ওয়াশিংটনের জন্য আরো কিছু ‘উপহার সামগ্রী’ প্রস্তুত করছে। গত রোববার উত্তর কোরিয়া প্রচন্ড ধ্বংস ক্ষমতাসম্পন্ন হাইড্রোজেন বোমার পরীক্ষা চালায়। এই বোমা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে স্থাপন করার উপযোগী বলে মনে করা হচ্ছে। রয়টার্স,এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ