Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষেপণাস্ত্র ভূপাতিতের নির্দেশ ট্রাম্পের

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

গুয়াম বা আমেরিকার মূল ভূখন্ড লক্ষ্য করে যদি উত্তর কোরিয়া কোনো ক্ষেপণাস্ত্র ছোঁড়ে তাহলে তাকে ভূপাতিত করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের নিরাপত্তা দলের সঙ্গে ঘনিষ্ঠ সূত্রগুলো সংবাদভিত্তিক ওয়েবসাইট নিউজম্যাক্সকে এ কথা জানিয়েছে। এতে বলা হয়েছে, গুয়াম লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হবে বলে গত মাসে উত্তর কোরিয়ার হুমকির পর মার্কিন সেনাবাহিনীকে এ নির্দেশ দেন ট্রাম্প। এছাড়া, মার্কিন নিরাপত্তা সূত্র থেকে এ কথা জানানো হয়েছে যে, জাপান বা দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে ছোঁড়া উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের জন্যও একই নির্দেশ দেয়ার কথা ভাবছেন ট্রাম্প। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ