Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দোকলাম সঙ্কট সম্পর্ক ক্ষতিগ্রস্ত করেছে : চীন

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, চীন ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক লাইনচ্যুত হয়নি। তবে তিনি স্বীকার করেছেন, ৭৩ দিন স্থায়ী ‘দোকলাম সঙ্কট’ নয়াদিল্লি ও বেইজিংয়ের মধ্যে সম্পর্ক ক্ষতিগ্রস্ত ও প্রভাবিত করেছে। গত শুক্রবার ভারতের দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার এক খবরে এ তথ্য জানানো হয়েছে। অতি স¤প্রতি চীনের বন্দরনগরী সিয়ামেনে ব্রিকস সম্মেলনের এক ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের মধ্যে আলোচনার পর এই প্রথম এ বিষয়ে মুখ খুললেন ওয়াং ই। সিকিম সীমান্তে ভুটানের কাছে অবস্থিত বিরোধপূর্ণ দোকলাম মালভূমি নিয়ে চীন ও ভারতের মধ্যে উত্তেজনা চলছিল। দোকলাম উপত্যকাটিকে নিজের বলে দাবি করে চীন ও ভুটান। উত্তেজনার শুরু দোকলাম অঞ্চলের দোলামে চীনের সড়ক নির্মাণের জোগাড়যন্ত্রের মধ্য দিয়ে। সিকিম-ভুটান সীমান্তের এ জায়গাটি চীনে ‘দংলাং’ নামে পরিচিত। নিজ এলাকায় চীনের এ তৎপরতার বিরোধিতা করে ভুটান। এতে সমর্থন দেয় ভারত। ভুটানের দাবির পক্ষে ভারত সমর্থন জানানোয় নয়াদিল্লির সঙ্গে বেইজিংয়ের উত্তেজনা সৃষ্টি হয়। গত বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওয়াং বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক কক্ষচ্যুত হয়নি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ