মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে গতকাল শনিবার সেনা ও সশস্ত্র হামলাকারীদের মধ্যে বন্দুকযুদ্ধ ছড়িয়ে পড়েছে। পুলিশ একথা জানিয়েছে। ভারত শাসিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের প্রায় ৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে বারামুল্লা জেলায় রাবেন-রাফিয়াবাদ গ্রামে এ বন্দুকযুদ্ধ ছড়িয়ে পড়ে। এক পুলিশ কর্মকর্তা বলেন, এখানে সোপোরির কাছে রাবেন-রাফিয়াবাদ গ্রামে জঙ্গি ও সরকারি বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ চলছে। গোপন সূত্রে জঙ্গিদের উপস্থিতির ব্যাপারে খবর পেয়ে আজ সকালে সেনা ও পুলিশ বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে ফেললে সেখানে বন্দুক যুদ্ধ শুরু হয়। পুলিশ কর্মকর্তারা জানান, সন্দেহভাজন দুই জঙ্গি এ এলাকায় লুকিয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা গোলাম মোহাম্মাদ টেলিফোনে বলেন, আমরা বন্দুকযুদ্ধের শব্দ শুনতে পাচ্ছি। গত সোমবার সোপোরের চাক ব্রাথ গ্রামে একই ধরনের বন্দুকযুদ্ধে দুই জন নিহত হয়। সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।