Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সহিংসতা বন্ধে অ্যামনেস্টির অনলাইন পিটিশন

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে চলমান সহিংসতা বন্ধে একটি অনলাইন পিটিশন খুলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ‘হেল্প স্টপ দ্য ভায়েলেন্স ইন মিয়ানমার নাউ’ শীর্ষক এ পিটিশনে বলা হয়েছে, দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেড় লক্ষাধিক রোহিঙ্গা মিয়ানমার থেকে প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে গেছেন। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে রোহিঙ্গা হত্যাকান্ড সম্পর্কিত প্রতিবেদনের বন্যা বইছে। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে একাধিক স্থানে পুরো গ্রাম পুড়িয়ে দেওয়ার চিত্র পাওয়া গেছে। সব শরণার্থীরাই এটা নিশ্চিত করেছেন যে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী দেশটিতে রোহিঙ্গাদের ওপর এসব হামলা চালাচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, রাখাইন রাজ্যের পাহাড়-পর্বতে অসহায় অবস্থায় অবরুদ্ধ দিনযাপন করছেন কয়েক হাজার মানুষ। তারা মৌলিক সাহায্য থেকে বঞ্চিত। কারণ বেসরকারি সংস্থা এবং মানবাধিকার সংগঠনগুলোকে সেখানে যেতে দেওয়া হচ্ছে না। মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর রোহিঙ্গা নির্যাতন এটাই প্রথম নয়। গতবছরও দেশটিতে রোহিঙ্গাদের ওপর সরকারি বাহিনীর নির্যাতন, ধর্ষণ, গ্রেফতার ও গুমের মতো ঘটনা ঘটেছে। লোকজনের ঘরবাড়ি ও সহায় সম্পদ তছনছ করে দেওয়া হয়েছে। মিয়ানমার সামরিক এবং নিরাপত্তা বাহিনীকে রোহিঙ্গাদের বিরুদ্ধে এমন সহিংসতা চালাতে দেওয়া যায় না। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ