Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে লায়নের ইতিহাস

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম



অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজের আগেই আলোচনায় ছিলেন স্পিনাররা। মিরপুর থেকে সাগরিকা- পুরো সিরিজ জুড়ে জাদুকরি সময়ই কেটেছে স্পিনারদের। ঢাকা টেস্টে একাই ১০ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। চট্টগ্রাম টেস্টে তাকে ছাপিয়ে নাথান লায়ন উঠলেন আরো উচ্চতায়। দুই টেস্টে মিলিয়ে সাকিবের সংগ্রহ যেখানে ১২ উইকেট, অস্ট্রেলিয়ান স্পিনার ঝুলিতে পুড়েছেন ২২ উইকেট! এর মধ্য দিয়ে ১৩০ বছরের পুরোনো একটি রেকর্ডও ভাঙলেন অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল এ অফ স্পিনার। দুই টেস্টের সিরিজে অস্ট্রেলীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ১৮ উইকেট নেওয়ার রেকর্ড এত দিন দখলে রেখেছিলেন জেজে ফেরিস। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দুই দলের হয়েই টেস্ট খেলেছিলেন বাঁহাতি এ পেসার। ১৮৮৭ সালে অস্ট্রেলিয়ার হয়ে দুই ম্যাচের অ্যাশেজ সিরিজ দিয়ে তাঁর অভিষেক ঘটেছিল টেস্ট ক্রিকেটে। সেই সিরিজে ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই ১৮ উইকেট নিয়েছিলেন ফেরিস। ১৩০ বছর আগের সেই রেকর্ড আজ ভেঙে ফেললেন লায়ন।
বাংলাদেশের প্রথম ইনিংসে ৭ উইকেট নিয়েছিলেন লায়ন। দ্বিতীয় ইনিংসে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়ার তুলে নেওয়া ৫ উইকেটের ৩টিই লায়নের। শেষ উইকেটটি ছিল সাকিবের। এটি দিয়ে মাইলফলকটি গড়লেন লায়ন। এরপর নিয়েছেন সাব্বির, মুমিনুল, তাইজুলের উইকেটটি দিয়ে সংখ্যাটিকে নিয়ে গেছেন ১৩ তে। দুই টেস্টের সিরিজে অস্ট্রেলীয় বোলারদের মধ্যে লায়ন এখন সর্বোচ্চ উইকেট শিকারি। ঢাকা টেস্টে ৯ উইকেট নিয়েছিলেন লায়ন। ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে ১৭ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিল। তবে টেস্ট ইতিহাসে দুই ম্যাচের সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার রঙ্গনা হেরাথ। লঙ্কান এই বাঁহাতি স্পিনার ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে ২৩ উইকেট নিয়েছিলেন। আরেকটি উইকেট পেলে তাকেও ছুঁয়ে ফেলতেন লায়ন। তবে সেটি না হলেও নিজের পুরোনো এক রেকর্ড ছাপিয়ে গেছেন ঘূর্ণির জাদুকর। ২০১৪ সালে অ্যাডিলেড টেস্টে ভারতের বিপক্ষে ১২ উইকেট নিয়েছিলেন তিনি।
হিউ ট্রাম্বলের পর অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় অফ স্পিনার হিসেবে টেস্টে দুবার ১০ উইকেট নিলেন লায়ন। দুই বছর আগে এই হিউ ট্রাম্বলকে টপকেই অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে অফ স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েছিলেন লায়ন- যে কারণে সতীর্থরা তাঁকে ডাকেন ‘গোট’ (এঙঅঞ) নামে! অর্থাৎ ‘গ্রেটেস্ট অব অলটাইম’! যার সার্থকতা আরেকবার প্রমাণ করলেন লায়ন।

সিরিজের সেরা ৫

ব্যাটসম্যান ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০
ডেভিড ওয়ার্নার ৪ ২৫১ ১২৩ ৬২.৭৫ ২/০
তামিম ইকবাল ৪ ১৭০ ৭৮ ৪২.৫০ ০/২
মুশফিকুর রহিম ৪ ১৫৮ ৬৮ ৩৯.৫০ ০/১
পিটার হ্যান্ডসকম্ব ৪ ১৪৬ ৮২ ৪৮.৬৬ ০/১
স্টিভেন স্মিথ ৪ ১১৯ ৫৮ ২৯.৭৫ ০/১
বোলার ইনিংস উইকেট সেরা গড় ৫/১০
নাথান লায়ন ৪ ২২ ৭/৯৪ ১৪.৩১ ৩/১
সাকিব আল হাসান ৪ ১২ ৫/৬৮ ২২.৫০ ২/১
মেহেদী মিরাজ ৩ ৮ ৩/৬২ ২৯.৩৭ ০/০
অ্যাস্টন আগার ৪ ৭ ৩/৪৬ ২৩.১৪ ০/০
প্যাট কামিন্স ৪ ৬ ৩/৬৩ ২৯.০০ ০/০

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ