Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

পাঁচে অস্ট্রেলিয়া!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টে ৭ উইকেটে জয়ের পরও অবনমন এড়াতে পারল না অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-১ ড্র করায় আইসিসি টেস্ট র‌্যাঙ্কিং-এ পঞ্চম স্থানে নেমে যেতে হয়েছে অজিদের। অপরদিকে ৫ রেটিং বেড়েছে বাংলাদেশর। তবে মোট ৭৪ রেটিং নিয়ে আগের অস্থানেই (নবম) রয়েছে টাইগাররা। অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সাথে এখন বাংলাদেশের রেটিং ব্যবধান মাত্র ১।
১০০ রেটিং ও র‌্যাঙ্কিয়ের চতুর্থ স্থানে থেকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করেছিলো অস্ট্রেলিয়া। কিন্ত ঢাকায় প্রথম টেস্ট হেরে যাওয়ায় ৩ রেটিং হারায় তারা। চট্টগ্রাম টেস্ট ড্র বা হারলে আরও রেটিং হারাতে হতো তাদের। কিন্তু জয়ের ফলে শেষ পর্যন্ত আলো বড় লজ্জার হাত থেকে বেঁচে গেছে স্টিফেন স্মিথের দল।
চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ডের রেটিংও ৯৭। কিন্তু ভগ্নাংশের হিসেবে এগিয়ে থাকায় অস্ট্রেলিয়ার উপরে নিউজিল্যান্ড। ১২৫ রেটিং নিয়ে র‌্যাংকিং-এর শীর্ষ দল ভারত, ১১০ রেটিংয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ডের রেটিং ১০৫।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ