Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০ সেকেন্ডে ক্যানসার শনাক্ত করবে কলম

আন্তর্জাতিক ডেস্ক : | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সন্দেহজনক কোষের সংস্পর্শে রেখে কলম দিয়ে নির্ণয় করা হবে ক্যানসার। মাত্র ১০ সেকেন্ডেই ক্যানসার নির্ণয় করবে বিশেষ প্রযুক্তিতে তৈরি এ ধরনের কলম। বিজ্ঞানীরা এই ডিভাইসটির নাম দিয়েছেন মাসস্পেক পেন। যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই সুখবর দিয়েছেন। তারা বলছেন, তাদের উদ্ভাবিত বিশেষ এই কলমের রয়েছে আশ্চর্য ক্ষমতা। এটি এমন এক যন্ত্র, যা মাত্র ১০ সেকেন্ডে মানবদেহের ক্যানসার কোষ শনাক্ত করতে পারবে। বিজ্ঞানীদের ভাষ্য, টিউমার অপসারণের অস্ত্রোপচার আরো দ্রæত, নিরাপদ ও নির্ভুল করতে অবিশ্বাস্য ভূমিকা রাখবে বিশেষভাবে তৈরী এই ডিভাইস। অস্ত্রোপচারের পরও কোনো ক্যানসার কোষ থেকে গেলে, তা সহজেই শনাক্ত করে দিতে পারবে কলমটি। ফলে ক্যানসারের অস্ত্রোপচার শতভাগ সফল হওয়াতে বাধা থাকবে না বললেই চলে। গত বুধবার সায়েন্স ট্রানসেøশন মেডিসিন’ নামের জার্নালে এ-বিষয়ক গবেষণাপত্র প্রকাশিত হয়। এতে দাবি করা হয়েছে, উদ্ভাবিত ডিভাইসটি ৯৬ শতাঙ্ক নির্ভুল ফলাফল দেবে। সায়েন্স ট্রানসেøশন মেডিসিনের ওয়েবসাইটে প্রকাশিত গবেষণাপত্রের শুরুটা করা হয়েছে এভাবে- ছুরির চেয়ে মসি (কলম) বড়?’ হ্যাঁ, বিজ্ঞানীদের দাবি, এটিই এখন সত্য। ক্যানসার চিকিৎসায় শল্যচিকিৎসকদের ছুরির চেয়ে বড় বেশি ভূমিকা রাখবে মাসস্পেক পেন নামের কলমটি। মাসস্পেক পেনটি মানবদেহের ক্যানসার কোষের রূপান্তর প্রক্রিয়ায় আধিপত্য বিস্তার করতে সক্ষম হবে। ক্যানসার কোষগুলো দ্রুত বাড়ে এবং ছড়িয়ে পড়ে। এগুলোর অভ্যন্তরীণ রসায়ন ভালো কোষগুলোর চেয়ে খুবই আলাদা। ফলে সেগুলো দ্রুত শনাক্ত করতে পারবে কলমটি। এখন মাসস্পেক পেন ঝুঁকি থেকে রোগীদের মুক্তি দেবে বলে বিশ্বাস করছেন বিজ্ঞানীরা। ঘাতকব্যধি ক্যানসার চিকিৎসায় এই কলম একটি যুগান্তকারী পরিবর্তনের সূচনা করতে চলেছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ