Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সমকামী বিয়ের বৈধতা প্রশ্নে সিদ্ধান্ত নেবে অস্ট্রেলিয়ার জনগণ : আদালত

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সম-লিঙ্গের বিয়েকে বৈধতা প্রদানের প্রশ্নে অস্ট্রেলিয়াজুড়ে ভোটাভুটির প্রক্রিয়া চালিয়ে যাওয়ার পক্ষে রায় দিয়েছে দেশটির আদালত। এ সংক্রান্ত পোস্টাল ভোটাভুটির বিরুদ্ধে করা দুটি আইনি চ্যালেঞ্জকে দেশটির হাইকোর্ট নাকচ করে দিয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ায় বিবাহ আইন পরিবর্তনের পক্ষে সমর্থন যাচাইয়ের জন্য জরিপের কাজ আগামী সপ্তাহে শুরু হতে যাচ্ছে। তবে পোস্টাল ভোটে সমর্থন নিশ্চিত হলেও সম-লিঙ্গের বিয়েকে বৈধতা দেওয়ার ক্ষমতা এ জরিপের নেই। এ জরিপ কেবল পার্লামেন্টে ভোটাভুটির পথ খুলে দিতে পারে। এ পোস্টাল ভোটকে অবৈধ দাবি করে সম-লিঙ্গের বিয়ের পক্ষের আইনজীবীরা আদালতে দুটি চ্যালেঞ্জ জানিয়েছিলেন। আর সেই চ্যালেঞ্জ খারিজ করে দিয়েছে হাইকোর্ট। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল জানান, ভোটাভুটিতে সমকামী বিয়েকে বৈধতা প্রদানের পক্ষে সংখ্যাগরিষ্ঠের রায় পাওয়া গেলে এ বছরই আইন পরিবর্তন করা হতে পারে। গতকাল বৃহস্পতিবার তিনি বলেন, আমরা প্রত্যেক অস্ট্রেলীয়কে উৎসাহ দিচ্ছি তারা যেন এ জরিপে ভোট দেয়, তাদের ইচ্ছের কথা জানায়। ভোট প্রদানের জন্য আগামী মঙ্গলবার থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সময় পাচ্ছে অস্ট্রেলীয়রা। ১৫ নভেম্বর ফলাফল ঘোষণার কথা রয়েছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ