Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

শরণার্থী নিয়ে ইইউ’র কোটা সিদ্ধান্তই বহাল

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে শরণার্থীদের ভাগ করে দেওয়ার কোটা ব্যবস্থার বিরুদ্ধে হাঙ্গেরি ও সেøাভাকিয়ার দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে ইইউ’র শীর্ষ আদালত। গত বুধবার আদালতের এ রায়ের ফলে ইইউ’র সিদ্ধান্ত নেওয়া কোটা ব্যবস্থাই বহাল থাকবে। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কয়েকটি দেশে সহিংসতা ছড়িয়ে পড়ায় ২০১৫ সালে ইউরোপে শরণার্থীর ঢল নামে। শরণার্থীদের অধিকাঙ্ক ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিস ও ইতালিতে আশ্রয় নেয়। বিপুল সংখ্যক শরণার্থীর দায় কেবল নিজেদের দেশে রাখতে অনিচ্ছুক দেশ দুটির আবেদনের পরিপ্রেক্ষিতে ইইউ কোটা ব্যবস্থার ঘোষণা দেয়। এর আওতায় দুই বছরের মধ্যে গ্রিস ও ইতালিতে থাকা ১ লাখ ৬০ হাজার শরণার্থীকে ইইউভুক্ত দেশগুলোর মধ্যে আনুপাতিক হারে বন্টনের কথা বলা হয়। ওই সময় ইইউ’র এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছিল হাঙ্গেরি ও সেøাভাকিয়া। রায়ে ইউরোপীয় শীর্ষ আদালত ইসিজি বলেছে, শরণার্থী ভাগ করে নেওয়ার যে প্রকল্প ছিল সেটি বর্তমান ইইউ নীতির ওপর ভিত্তি করে সমানুপাতিক হারে ছিল। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ