Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

কিমের সম্পদ বাজেয়াপ্ত করতে চায় যুক্তরাষ্ট্র

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

পারমাণবিক পরীক্ষা বন্ধ না করায় উত্তর কোরীয় নেতা কিম জং উনের সম্পদ বাজেয়াপ্ত করতে ও তেল আমদানির উপর নিষেধাজ্ঞা জারির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে আহŸান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত বুধবার এক প্রস্তাবে কাপড় ও তাদের শ্রমিক রফতানির উপর নিষেধজ্ঞারও আহŸান জানায় তারা। গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, দুইদিন আগেই জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত নিকি হেলি কঠোর পদক্ষেপের কথা জানিয়েছিলেন। তিনি বলেন, নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে যুক্তরাষ্ট্র ১১ েেস্প্টম্বর ভোটের জন্য অপেক্ষা করছে। তবে জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়ার দাবি এমন পদক্ষেপ নেওয়াটা বেশি আগে হয়ে যাবে। এই প্রস্তাবে সরাসরি কিম জংকে লক্ষ্য করা হয়েছে। তার ও ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সদস্যের সম্পদ বাজেয়াপ্ত করার কথা চিন্তা করছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের কালো তালিকায় কিমকে অন্তর্ভুক্ত করা হবে। এতে করে বৈশ্বিক ভ্রমণ নিষেধাজ্ঞায় পড়বেন তিনি। এই তালিকায় পড়তে পারেন আরও চারজন সিনিয়র কর্মকর্তা। তবে এই প্রস্তাবে উত্তর কোরিয়ার মিত্র চীনের সমর্থন আছে কিনা ত জানা যায়নি। আল-জাজিরা জানায়, এই প্রস্তাব চীন ও রাশিয়ার বিরোধের মুখে পড়তে পারে। বিশেষ করে তেল নিষেধাজ্ঞার ব্যাপারে চীনের বিরোধিতা করার আশঙ্কা খুবই বেশি। নতুন এই প্রস্তাবের আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ