Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিমকে হত্যায় কমান্ডোদের প্রশিক্ষণ দেবে মার্কিন সিল

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে হত্যায় প্রশিক্ষণ সিউলের কমান্ডোদের দেবে মার্কিন নৌকমান্ড ‘সিল।’ দেশ দু’টির মধ্যে যুদ্ধ লাগলে কিমকে হত্যা করা হবে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক টাইমস। সাবেক আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করেছিল মার্কিন সিল। ক্ষেপণাস্ত্রে বসানোর উপযোগী পিয়ং ইয়ংয়ের হাইড্রোজেন বোমা পরীক্ষাকে কেন্দ্র করে যখন উত্তর কোরিয়া ও আমেরিকার মধ্যে উত্তেজনা তুঙ্গে তখন এ খবর প্রকাশিত হলো। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী সং ইয়ং-মু বলেন, এ পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। তিনি দেশটির সংসদ সদস্যদের এ কথা বলেন। ডিসেম্বর মাসের ১ তারিখের মধ্যেই নতুন এ কমান্ডো ইউনিট গঠন করার কাজ শেষ হবে বলেও জানান তিনি। এদিকে দক্ষিণ কোরিয়ার ক্ষেপণাস্ত্রের আকার ও পাল্লার ওপর আরোপিত বাধা-নিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ