Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সাড়ে তিন হাজার
ইনকিলাব ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে আরো সাড়ে তিন হাজার সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। তবে এসব সেনা মোতায়েনের ফলে আফগান পরিস্থিতির কী পরিবর্তন ঘটবে তা নিয়ে এরইমধ্যে প্রশ্ন উঠেছে। একজন মার্কিন কর্মকর্তা জানান, প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস এরইমধ্যে সেনা পাঠানোর বিষয়ে নির্দেশ দিয়েছেন এবং তিনি নিজে ঘোষণা না দেয়া পর্যন্ত বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হবে না। বলা হচ্ছে- পেন্টাগন প্রধান ৩,৯০০ সেনা পাঠাতে চাইছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হওয়ার পর থেকে জেনারেল ম্যাটিস আফগানিস্তানে আরো সেনা পাঠানোর পরিকল্পনা করে আসছিলেন। পার্সটুডে।

৪ থাড মোতায়েন
ইনকিলাব ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় বিতর্কিত আরো ৪ মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাড মোতায়েন করা হয়েছে। রাজধানী সিউল থেকে ১৮৬ কিলোমিটার দক্ষিণে সেওংজুতে এগুলো মোতায়েন করা হয়। এ ব্যবস্থা মোতায়েনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের সঙ্গে দেশটির দাঙ্গা পুলিশের হাতাহাতির মধ্য দিয়ে থাড ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারীগুলোকে এ কেন্দ্রে পাঠানো হয়। হাতাহাতিতে ৩৮ বিক্ষোভকারী আহত হয়েছে এবং এদের মধ্যে ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার অজুহাতে এ এলাকায় আট হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল। অবশ্য গত মে মাস থেকেই এ কেন্দ্রে চালু রয়েছে দু’টি থাড ব্যবস্থা। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ৪ থাড মোতায়েন সাময়িক ভাবে সম্পন্ন হয়েছে। উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের প্রয়োজন পড়েছে বলে দাবি করেন তিনি। রয়টার্স।

ছয় তালিবান নিহত
আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের খোস্ত প্রদেশের পূর্বাঞ্চলে তালিবানের একটি গোপন আস্তানায় গত বুধবার ড্রোন হামলায় কমপক্ষে ছয় তালিবান নিহত হয়েছে। সামরিক বাহিনীর এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, এদের মধ্যে একজন মূল কমান্ডারও ছিলেন। সিনহুয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ