Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫ উইকেট খুইয়ে লাঞ্চে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:৪৩ পিএম

বাংলাদেশ ১ম ইনিংস : ১১৩.২ ওভারে ৩০৫
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ১১৮ ওভারে ৩৭৭/৯
তৃতীয় দিন শেষে ৭২ রানে এগিয়ে অস্ট্রেলিয়া
যে উজ্জীবিত বাংলাদেশকে দেখা গিয়েছিল মিরপুর টেস্টের শুরু থেকেই, সেই দলটি চট্টগ্রামে এসেই যেন উবে গেছে কর্পূরের মত। ক্ষণে ক্ষণে রঙ বদলাচ্ছে উইকেট, নাকি সেই রঙের ভেল্কিতে পড়ে নিজেরাই কুপোকাত বাংলাদেশ? এমনই সব প্রশ্নের ডালা সাজিয়ে শুরু হলো চতুর্থ দিনটি। যার উত্তর খুঁজতে খুঁজতেই নেই বাংলাদেশের ৫ উইকেট! অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ধুঁকছে স্বাগতিকরা। ৫ উইকেট খুইয়ে মধ্যাহ্ন বিরতিকে গেছে বাংলাদেশ (৩৪ ওভারে ৮৩/৫)। আসা-যাওয়ার মিছিলে একে একে সামিল সৌম্য (৯), তামিম (১২), ইমরুল (১৫), নাসির (৫), সাকিব (২)। দ্রুত পাঁচ উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে লিড নিয়েছে মুশফিকুর রহিম ও সাব্বির রহমানের ব্যাটে। প্রথম ইনিংসে অর্ধশতক পাওয়া দুই ব্যাটসম্যান খেলছেন আস্থার সঙ্গে। মুশফিক আছেন ১৬ রানে, সাব্বিরের ঝুলিতে ২০ রান। বাংলাদেশ এগিয়ে ১১ রানে।
তৃতীয় দিন আড়াই ঘণ্টার বেশি সময়ের খেলা বৃষ্টিতে ভেসে যাওয়ায় বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে- সকালে সাড়ে নয়টায়। আজ চতুর্থ দিন অন্তত খেলা হবে ৯৮ ওভার। সকাল থেকেই পুরো আকাশ ছিল কালে মেঘে ঢাকা। এই মেঘের কোলে রোদ হয়ে ধরা দেন মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টারের যাদুকে সকালেই নিজেদের শেষ উইকেট হারায় অস্ট্রেলিয়া। সফরকারীদের ইনিংস স্থায়ী হয়েছে মাত্র ১১ বল। দিনের প্রথম ওভারটি মেডেন নেন। সাকিব আল হাসান। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে নাথান লায়নকে ফিরিয়ে দেন মুস্তাফিজ। বাঁহাতি পেসারের বলে খোঁচা মেরে স্লিপে ইমরুল কায়েসের হাতে ধরা পড়েন লায়ন। তার বিদায়ে ৩৭৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। চতুর্থ দিন দলটি পারেনি কোনো রান যোগ করতে। এই ইনিংসে ৪ উইকেট ঝুলিতে পুড়লেন সাতক্ষীরার এই গতি তারকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে কোন বাংলাদেশি পেসারের যা সর্বোচ্চ। এর আগে অজিদের বিপক্ষে মাশরাফির ৩ উই



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ