Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘আম্পায়ার’ নাসির

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম



স্পোর্টস রিপোর্টার : চলমান চট্টগ্রাম টেস্টে ক্ষনিকের জন্য আম্পায়ারের ভূমিকায় দেখা গেল টাইগার অলরাউন্ডার নাসির হোসেনকে। দুষ্টুমি করেই ইংল্যান্ডের আম্পায়ার নাইজল লংয়ের পাশে দাঁড়িয়ে তাকে অনুসরণ করে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান প্যাট কামিন্সকে আউট ঘোষণা করেন নাসির। নাসিরের এমন দুষ্টুমি নজর কেড়েছে ক্রিকেট বিশ্বের।
অস্ট্রেলিয়ার ইনিংসের ১০৯তম ওভারে বল হাতে আক্রমণে এসেছিলেন বাংলাদেশের অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। ঐ ওভারের শেষ বলে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান কামিন্সের বিপক্ষে লেগ বিফোরের আবেদন করেন মিরাজ ও তার সতীর্থরা। কিন্তু সেই আবেদনে সাড়া দেননি নন-স্ট্রাইক প্রান্তে থাকা আম্পায়ার লং। সাথে সাথে রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। রিভিউ’র জন্য থার্ড আম্পায়ারের কাছে শরনাপন্ন হন লং। এসময় লং-এর পাশে এসে দাঁড়ান নাসির। থার্ড আম্পায়ারের সাথে মাইক্রোফোনে কথা চলছিলো লং-এর। কথোপকথন শেষে থার্ড আম্পায়ারের সিদ্বান্ত দেন লং। নিজের আগের সিদ্ধান্তকে হাত দিয়ে ডেড ঘোষণা করেন লং, পাশে দাড়িয়ে একই ভঙ্গি করে হাত দিয়ে ডেড ঘোষণা করেন নাসিরও। এরপর লং আঙ্গুল তুলে কামিন্সকে আউট ঘোষণা দেন। লংকে অনুসরণ করে পাশে দাঁড়িয়ে আঙ্গুল তুলে কামিন্সকে আউট ঘোষণা করেন নাসিরও। নাসিরের এমন দুষ্টুমিতে হেসেছেন তার সতীর্থরাও। টিভি সেটের সামনে অপেক্ষমান দর্শকরাও যে ব্যাপারটা ভালোই উপভোগ করেছেন তা বলায় যায়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ