নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত এক জয় নিয়ে ক্যারিয়ারের ২৩তম গ্র্যান্ড ¯ø্যাম সেমিফাইনালে উঠেছেন যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস। দুইবারের উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভাকে ৬-৩, ৩-৬, ৭-৬ (৭-২) গেমে হারিয়ে ইউএস ওপেনের শেষ চার নিশ্চিত করেছেন উইলিয়ামস বড় বোন। একই সাথে ইউএস ওপেনের ইতিহাসে সেমিফাইনালে ওঠা সবচেয়ে বয়স্ক (৩৭ বছর) খেলোয়াড়ও বনে যান ভেনাস। সাত বছর পর নিজ ভুমের গ্র্যান্ড ¯øামের সেমিফাইনালে উঠলেন এই নয় নম্বর বাছাই।
আততায়ী দ্বারা ছুরিকাঘাতের পর হাতে অস্ত্রপঁচার পর্যন্ত করতে হয়েছিল কেভিতোভার। সেটাও মাত্র নয় মাস আগে। সেখান থেকে ফিরে গ্র্যান্ড ¯ø্যাম আসরের শেষ আটে যায়গা করে নেয়াতেই বাহবা পাচ্ছেন চেক সুন্দরী।
অপর কোয়ার্টারফাইনালে ষোড়শ বাছাই লাটভিয়ার এ্যানাস্তাসিজা সেভাস্তোভাকে ৬-৩, ৩-৬, ৭-৬(৭/৪) গেমে পরাজিত করেন যুক্তরাষ্ট্রের আরেক তারকা ¯েøায়ানি স্টেফেনস। সেমিফাইনালে মুখোমুখি হবেন দুই স্বদেশী ভেনাস ও স্টেফেনস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।