Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রকে আরো উপহার দেবে উত্তর কোরিয়া

ধারাবাহিক উসকানি ও চাপ প্রত্যাহারের আহ্বান

| প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাতিসংঘে নিয়োজিত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত হান তায়ে সং বলেছেন, ধারাবাহিক উসকানি ও চাপ প্রত্যাহার না করলে তার দেশ যুক্তরাষ্ট্রকে আরও উপহার পাঠাতে প্রস্তুত। গত মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় অস্ত্রনিরোধ সম্মেলনে হান এ হুঁশিয়ারি দেন বলে রয়টার্স জানিয়েছে। আত্মরক্ষার্থে নেয়া আমার দেশ ডিপিআরকে-র সা¤প্রতিক কর্মসূচি ছিল যুক্তরাষ্ট্রের জন্য উপহার, অন্য কারও জন্য নয়। বেপরোয়া উসকানি ও চাপ প্রয়োগের বৃথা চেষ্টা যতদিন যুক্তরাষ্ট্র করে যাবে, ততদিনই এ ধরনের উপহার তারা পেতে থাকবে, বলেন হান। উত্তর কোরিয়ার সর্বশেষ পারমাণবিক পরীক্ষার পর যুক্তরাষ্ট্র দেশটির ওপর সম্ভাব্য কঠোর নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আহŸান জানানোর একদিন পর উত্তর কোরিয়ার এ প্রতিক্রিয়া এলো। এর আগে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি অনেক বেশি দেরি হওয়ার আগেই উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর হওয়ার আহŸান জানান। হ্যালি সতর্ক করে বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে ব্যবসায়িক লেনদেনে নিয়োজিত দেশগুলোও তাদের পারমাণবিক উচ্চাকাক্সক্ষায় সহায়তা করছে। কিম জং উন তার কর্মকাÐের মাধ্যমে যুদ্ধের পথে হাঁটার অভিলাষ দেখাচ্ছেন বলেও মন্তব্য করেন হ্যালি। আমরা এখন যুদ্ধ চাইছি না। তবে আমাদের দেশের ধৈর্য্যও অসীম নয়। অন্যদিকে রাশিয়া বলছে, পিয়ংইয়ংয়ের ওপর বাড়তি নিষেধাজ্ঞা চাপিয়ে কোনও লাভ হবে না। এভাবে উত্তর কোরিয়াকে পারমাণবিক কর্মসূচি থেকে বিরত রাখা যাবে না বলেও মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। তারা ঘাস খেয়ে বাঁচবে, তবু পারমাণবিক কর্মসূচি বাতিল করবে না। উত্তর কোরিয়া সঙ্কটকে কেন্দ্র করে যে ‘যুদ্ধের উন্মাদনা’ শুরু হয়েছে তা বিশ্বে জন্য বিপর্যয় ডেকে আনবে বলেও পুতিন সতর্ক করেছেন। তিনি চীনের সুরে সুর মিলিয়ে আলোচনার পথেই উত্তর কোরিয়া সঙ্কটের সমাধানের কথা বলেন। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ