Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

উ. কোরিয়ার পরমাণু বিকিরণ ছড়িয়ে পড়ার আশঙ্কা

| প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়া যে পাহাড়ের নিচে পাঁচ দফা পরমাণু পরীক্ষা চালিয়েছে তা ধসে গোটা কোরীয় উপদ্বীপ এবং চীনে বিকিরণ ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। চীনা দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্ট এ খবর দিয়েছে। চীনা পরমাণু অস্ত্র কর্মসূচির গবেষক সাউথ চায়না মর্নিং পোস্টকে বলেন, পরমাণু বিজ্ঞানীরা এ ধরণের পরিস্থিতিকে বলেন, ছাদ সরিয়ে নেয়া। এমনটি যদি ঘটে, পাহাড় যদি ধসে যায় তবে খারাপ অনেক কিছু ঘটবে বলে সতর্ক করেন তিনি। অবশ্য রাতারাতি পর্বতমালা ধসে পড়ার মতো ঘটনা সাধারণ ভাবে ঘটে না। কিন্তু উত্তর কোরিয়া পাংগি-রিতে যদি আরেকটি পরমাণু পরীক্ষা চালানো হয় তা হলে এখানকার পর্বতমালার চূড়া ধসে পড়বে। তিনি বলেন, এ অবস্থায় উত্তর কোরিয়ার সরকারের পরমাণু পরীক্ষা বন্ধ করা উচিত। এ পরীক্ষা কেবল উত্তর কোরিয়া নয় বরং পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর জন্যও হুমকি হয়ে উঠেছে। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ