Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নব্য নাৎসিবাদী চার ব্রিটিশ সেনা আটক

| প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নিষিদ্ধ ঘোষিত একটি নব্য নাৎসিবাদী দলের সদস্য সন্দেহে চার ব্রিটিশ সেনাকে আটক করা হয়েছে। গতকাল বুধবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের আটক করে। তাদের বয়স ৩০ বছরের মধ্যে। আশঙ্কা করা হচ্ছে তারা ন্যাশনাল অ্যাকশন নামের একটি নব্য নাৎসিবাদী গ্রæপের সঙ্গে যুক্ত। গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে। গ্রেফতারকৃত চারজনই ব্রিটিশ সেনাসদস্য বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, আমরা নিশ্চিত করছি যে, সন্ত্রাসবিরোধী আইনে সেনাবাহিনীর কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উগ্রপন্থী একটি গ্রæপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনীর সমর্থন নিয়েই হোম অফিস পুলিশ তাদের গ্রেফতার করেছে। বিষয়টি নিয়ে এখন বেসামরিক পুলিশ তদন্তকাজ পরিচালনা করবে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ