Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে হিন্দুত্ববাদ-বিরোধী সাংবাদিক গুলিতে নিহত

| প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের এক সিনিয়র সাংবাদিক গৌরী লঙ্কেশকে ব্যাঙ্গালোরে তার বাড়ির সামনেই গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গৌরী লঙ্কেশ ঘোষিতভাবেই হিন্দু দক্ষিণপন্থীদের সমালোচক ছিলেন তার লেখার মাধ্যমে। ব্যাঙ্গালোরের পুলিশ কমিশনার সুনীল কুমার জানিয়েছেন, মঙ্গলবার রাতে যখন তিনি বাড়ি ফিরছিলেন, তখন বাড়ির ঠিক সামনেই গুলি চালানো হয়। ঠিক কী কারণে এই হামলা হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, গৌরী যখন বাড়ির দরজা খুলছিলেন, ঠিক সেই সময়েই বুকে সরাসরি দুটো আর মাথায় একটা গুলি করা হয়। চল্লিশ বছর আগে তার বাবা যে ‘লঙ্কেশ পত্রিকা’ শুরু করেছিলেন, গৌরী লঙ্কেশ সেটির সম্পাদক ছিলেন। গৌরী লঙ্কেশ তার পত্রিকার মাধ্যমে কমিউনাল হারমনি ফোরাম নামে একটি গোষ্ঠীকে ক্রমাগত উৎসাহ দিয়ে গেছেন, যেখানে সা¤প্রদায়িক স¤প্রীতির সপক্ষে এবং দক্ষিণপন্থী হিন্দুত্ববাদের বিপক্ষে মতামত প্রকাশ করা হয়। তার পত্রিকায় ২০০৮ সালে ছাপা কয়েকটি লেখার জন্য মানহানির মামলা করেছিলেন বিজেপি-র সংসদ সদস্য প্রহ্লাদ যোশী। সেই মামলায় তিনি দোষী সাব্যস্ত হন ও ছয় মাসের জেল হয়। স¤প্রতি তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন। তবে তার হত্যার খবর ছড়িয়ে পড়লে বিজেপিসহ বিভিন্ন দলের নেতারা নিন্দা প্রকাশ করেন। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ