Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শরণার্থী বন্দিদের ৫৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ অস্ট্রেলিয়ার

| প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রশান্ত মহাসাগর এলাকায় অভিবাসন প্রত্যাশী ও শরণার্থী বন্দিদের অস্ট্রেলিয়া সরকার কর্তৃক ক্ষতিপূরণ বাবদ ৫৬ মিলিয়ন ডলার পরিশোধ করার একটি প্যাকেজ অনুমোদন করেছে দেশটির আদালত। গত জুনে ১ হাজার ৯০৫ জন অভিবাসন প্রত্যাশীদের অমানবিকভাবে বন্দী করে রাখা হয়েছে অভিযোগ করার পর ক্যানবেরা এই মীমাংসার প্রস্তাব করে। গতকাল বুধবার অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের উচ্চ আদালত অভিবাসন প্রত্যাশী বন্দিদের ক্ষতিপূরণের এ প্যাকেজে অনুমোদন দেয়। অস্ট্রেলিয়া ২০১২ সাল থেকে নৌকা যোগে অভিবাসনের উদ্দেশ্য নিয়ে ১ হাজার ৯২৩ জন দেশটিতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করে। এদের মধ্যে ১ হাজার ৩৪৬ জনকে আটক করে পাপুয়া নিউগিনির মানস দ্বীপে বন্দি করে রাখা হয়। অভিবাসন ঠেকাতে অস্ট্রেলিয়ার এই উদ্যোগ ব্যাপক সমালোচনার মুখে পড়ে। শরণার্থীদের চিকিৎসক এবং আইনজীবীরা জানান, দীর্ঘদিন বন্দি থাকার কারণে তাদের মধ্যে মানসিক অসুস্থতা দেখা দেয়। অস্ট্রেলিয়ার এ পদক্ষেপের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, বন্দিদের থাকার পরিবেশ অস্ট্রেলিয়ার আদর্শমানের চেয়ে নিচে, বন্দিদের জন্য পর্যাপ্ত চিকিৎসা সুবিধা নেই এবং তাদের সাথে অমানবিক ও সহিংস আচরণ করা হয়। পরে অস্ট্রেলিয়ার সরকার মামলার অনিশ্চিত ফলাফল এবং দীর্ঘ বিচারিক প্রক্রিয়া এড়াতে অভিবাসন বন্দিদের ক্ষতিপূরণ দেয়ার প্রস্তাব করে। এ পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়া আগামী অক্টোবরে মানুস দ্বীপের বন্দি শিবিরটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। এএফপি, বিবিসি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ