Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে গো-রক্ষকদের তাণ্ডব বন্ধে সে দেশের সুপ্রিম কোর্টের কড়া হুঁশিয়ারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৭, ৩:৪৮ পিএম

গো-রক্ষকদের হিংসা নিয়ে চরম হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের। দেশ জুড়ে গো-রক্ষকদের তাণ্ডব বন্ধ করতে অবিলম্বে কড়া পদক্ষেপ গ্রহন করুন। কেন্দ্র ও রাজ্য উভয়কে পক্ষকেই এমন নির্দেশ দিল ভারতীয় সুপ্রিম কোর্ট। কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের পাশাপাশি এ নিয়ে সমস্ত রাজ্যকেও সতর্ক হতে বলেছে শীর্ষ আদালত।
গো-রক্ষকদের তাণ্ডব রুখতে দেশের প্রতিটি জেলায় ডিএসপি পদমর্যাদার এক পুলিশ আধিকারিককে নোডাল অফিসার হিসেবে নিয়োগের পরামর্শ দিয়েছে আদালত। যাতে দেশের প্রতিটি কোণেই তা রোখা যায়।
পাশাপাশি, প্রতিটি রাজ্যের মুখ্যসচিবদের এ নিয়ে একটি রিপোর্ট দিতেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে গঠিত একটি বেঞ্চ। ওই বেঞ্চ আরও জানিয়েছে, গো-রক্ষকদের হিংসা বন্ধে কী কী ব্যবস্থা নেয়া হয়েছে তা এক সপ্তাহের মধ্যে ওই রিপোর্টে সবিস্তারে জানাতে হবে।
গো-রক্ষার নামে বাড়াবাড়ি নিয়ে কেন্দ্রকে এ দিন একহাত নিয়েছে সুপ্রিম কোর্ট। গো-রক্ষকদের তাণ্ডব বন্ধ করতে কেন্দ্র কী কী পদক্ষেপ করেছে তা-ও জানতে চায় শীর্ষ আদালত। আদালতের পর্যবেক্ষণ, গো-রক্ষার নামে নিজেদের হাতেই আইন তুলে নিচ্ছে এক শ্রেণির মানুষ। যেন তারা নিজেরাই আইন। কিন্তু কেন?
আবেদনকারীদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ এবং কলিন গঞ্জালেস আদালতে জানান, কেন্দ্রের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও দেশ জুড়েই গো-রক্ষার নামে মানুষ খুনসহ একের পর এক হিংসাত্মক ঘটনা ঘটেই চলেছে। এবং এটি কেবলমাত্র আইনশৃঙ্খলাজনিত সমস্যা বলে কেন্দ্র এর দায়ভার এড়াতে পারে না।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ