নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
গতকাল রাত থেকেই চট্টগ্রামের আকাশ ভার হয়ে ছিল কালো মেঘে। কিছু জায়গায় থেমে থেমে হয়েছে বৃষ্টিও। আজ সকাল থেকেও ঘন কালো মেঘে ছেয়ে ছিল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মাঠ। তার মাঝে মাঠে নামার তোড় জোড় শুরু হয়েছিল দু’দলের ড্রেসিংরুমে। তবে সেসব আশা গুড়িয়ে হুড়মুড়িয়ে শুরু হয় বৃষ্টি। টানা সেই ভারী বর্ষণে সাগরিকায় চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন হওয়া নিয়েও দেখা দিয়েছিল শঙ্কা। তবে অবশেষে থেমেছে বৃষ্টি, কেটেছে শঙ্কার মেঘ। তৃতীয় দিন দুপুর ১টা ১৬ মিনিটে প্রথবারের মত মাঠে নামে মুশফিক-স্মিথের দল। প্রথম ইনিংসে ১১৩.২ ওভারে অলআউট বাংলাদেশের করা ৩০৫ রানের জবাবে ৬৪ ওভারে ২ উইকেট হারানো অস্ট্রেলিয়া করে ২২৫ রান। সেখান থেকে আজ শুরু করেছে সফরকারীরা।
ঢাকা টেস্টে একমাত্র সেঞ্চুরি পাওয়া ওয়ার্নার আছেন টানা দ্বিতীয় শতক থেকে ১৩ রান দূরে (৮৮)। ছক্কাহীন ১৭০ বলে তার ২৬৬ মিনিটের ধৈর্য্যশীল ইনিংসটি শুধুমাত্র চারটি চারে সাজানো। আর তাকে সঙ্গ দিয়ে আজও ব্যবধানটা কমানোর জন্য নামবেন ৬৯ রান করা হ্যান্ডসকম্ব। ১১৩ বলে তারও আছে ৫টি চার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।