Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাগরিকায় আরেক ফিফটির সামনে সাকিব

| প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম থেকে
বন্ধু তমিম ইকবালকে নিয়ে ঢাকায় পঞ্চাশতম টেস্টের মাইলফলক স্পর্ষ করেছেন সাকিব আল হাসান। এবার অস্ট্রেলিয়া সিরিজের চট্টগ্রাম টেস্টে ভিন্ন রকম এক অর্ধশতকের দ্বারপ্রান্তে বিশ্বসেরা এই অলরাউন্ডার। ২০০৫ সালে এমএ আজিজ স্টেডিয়াম থেকে নির্বাসিত হয়ে জহুর আহমেদ স্টেডিয়ামে স্থানান্তর হয় ক্রিকেট। তার পর থেকে চট্টগ্রামের উইকেটে এখন পর্যন্ত ৪৮ উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। আর মাত্র দুটি শিকার ঝুলিতে পুড়তে পারলেই এই মাইলস্টোন স্পর্ষ করবেন ঢাকা টেস্টের নায়ক।
সুযোগও এসেছিল গতকাল। তবে অস্ট্রেলিয়ার মাটি কামড়ানো ব্যাটিংয়ের সামনে ১৫ ওভার বল করেও কোন শিকার ধরা দেয়নি তার হাতে। ৫২ রান দিয়ে উইকেটশূণ্য থেকেছেন ঢাকা টেস্টে দুই ইনিংসে ৫টি করে উইকেট নেয়া জয়ের নায়ক।
এই ম্যাচের আগে জহুর আহমেদে ১৪ টেস্টে ম্যাচে ৩৩.৭০ গড়ে ৩.০৩ ইকোনমি রেটে মোট ৪৮ উইকেট নিয়েছেন সাকিব। এই ভেন্যুতে যা সর্বোচ্চ। ১০ টেস্টে ২২ উইকেট নিয়ে তার পেছনে আছেন বাংলাদেশেরই পেসার শাহাদাত হোসেন। অজিদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে আর মাত্র দুই উইকেট নিলেই চট্টগ্রামে উইকেটেরও ফিফটির মাইলফলক স্পর্শ করে ফেলবেন সাকিব। নিজের টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিংটির সঙ্গেও জড়িয়ে আছে সাগরিকার নাম। ২০০৮ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৬ রানে ৭ উইকেট নিয়েছিলেন সাকিব।
চট্টগ্রামের মাঠে মোট চার বার পাঁচ উইকেট নেয়ার কীর্তি আছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের। অবশ্য চট্টগ্রামের চেয়ে ঢাকার মাঠে সাকিবের উইকেট সংখ্যা আরও বেশী। মিরপুরে ১৬ টেস্টে ৫৯ উইকেট নিয়েছেন তিনি। চট্টগ্রামের চেয়ে ঢাকার মাঠে সাকিবের গড় এবং ইকোনমিও অরো উন্নত। আর ফতুল্লার মাঠে মাত্র একটি ম্যাচ খেলেছেন সাকিব। যেখানে দুই ইনিংস মিলিয়ে চার উইকেট শিকার করেছেন ক্যারিয়ারের পঞ্চাশতম টেস্টে ম্যাচ সেরা হওয়া দেশসেরা এই স্পিনার। সবমিলিয়ে আন্তর্জাতিক ৫১ টেস্টের ১৮৬ উইকেটের মালিক টাইগারদের এই টি-টুয়েন্টি দলপতি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ