Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মানবিকতা আজ নীরব : এরদোগান

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান জানিয়েছেন মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের চলমান সংকট জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশনে তুলে ধরবেন। এরদোগান বলেন, মিয়ানমারের গণহত্যায় মানবিকতা আজ নীরব রয়েছে। গত সোমবার ইস্তাম্বুলে ঈদুল আজহার ছুটির শেষ দিনে একথা বলেন তিনি। এরদোগান বলেন, মিয়ানমারে গণহত্যায় মানবতা চুপ রয়েছে। আমি জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিষয়টি উত্থাপন করব গুরুত্ব সহকারে। আমরা সেখানে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব। ১৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সাধারণ অনুষ্ঠিত হবে। অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন, ওআইসি’র সভাপতি হিসেবে এরদোগান জানান, রোহিঙ্গা সংকট ও সমাধান নিয়ে তিনি এ পর্যন্ত প্রায় ২০টি দেশের রাষ্ট্র প্রধানের সঙ্গে কথা বলেছেন। তুর্কি প্রেসিডেন্ট আরও জানান, তুর্কি রেড ক্রিসেন্ট ও প্রধানমন্ত্রীর দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দুর্দশার শিকার রোহিঙ্গা মুসলিমদের জন্য মানবিক সহযোগিতা অব্যাহত রাখবে। মিডল ইস্ট মনিটর।



 

Show all comments
  • ৬ সেপ্টেম্বর, ২০১৭, ৩:০৭ পিএম says : 0
    এজন্য তুরস্কের প্রেসিডেন্টকে সাধুবাদ জানাই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ