Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক ‘ঢিলে’ নিরাপত্তা ‘জোরদার’

| প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রুমু, চট্টগ্রাম ব্যুরো : শুরুটা বাদ দিলে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটি ভালোই কেটেছিল বাংলাদেশের। তবে রাতের একটি ঘটনা পুরো শুভ্র একটি দিনে কালিমা লেপে দিল। ঘটনা প্রথম দিন শেষে মাঠ থেকে ফেরার সময়। হঠাৎ ঢিল লাগে অস্ট্রেলিয়া দলের বাসে। ছোট পাথরখÐের আঘাতে কারও আহত হওয়ার ঘটনা ঘটেনি। শুধু বাসের একটা কাঁচ ভেঙেছে। এ ঘটনার প্রতিক্রিয়ায় গতকাল থেকে টিম বাস চলাচলের রুট ও স্টেডিয়ামে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
এমনিতে ঘটনাটিকে খুব বড় করে দেখেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে খবর আসার পর গতকাল সকালে আনুষ্ঠানিক বিবৃতি পাঠায় তারা। ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা ব্যবস্থাপক শন ক্যারল বলেন, ‘গত রাতে হোটেলে ফেরার পথে অস্ট্রেলিয়ার টিম বাসের একটি জানালা ভেঙে যায়। ঘটনায় কেউ আহত হয়নি। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করছে, তদের সঙ্গে কথা বলছে দলের নিরাপত্তা কর্মীরা। ধারণা করা হচ্ছে, ছোট কোন নুড়ি বা পাথর থেকে ভেঙেছে। বাংলাদেশের কর্তৃপক্ষ ঘটনা গুরুত্ব সহকারে নিয়েছে এবং পথের নিরাপত্তা বাড়ানো হয়েছে।’
দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবিও জানায়, ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে, ‘বিসিবি এটিকে সর্বোচ্চ গুরুত্ব নিয়ে নিয়েছে এবং ঘটনা তদন্তে ও সত্য খুঁজে বের করতে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর প্রতিনিধি নিয়ে উচ্চ-ক্ষমতাশীল কমিটি গঠন করা হয়েছে। অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের ম্যানেজমেন্টের সঙ্গে নিয়িমত যোগাযোগ রাখছে বোর্ড। আরও নিশ্চয়তা জোগাতে, চলার পথের নিরাপত্তা বাড়ানো হয়েছে। অস্ট্রেলিয়া ক্রিকেট দল নিরাপত্তা নিয়ে তাদের স্বস্তি ও সন্তুষ্টির কথা জানিয়েছে।’
দিন শেষের সংবাদ সম্মেলনে এসেও এ নিয়ে কথা বলতে হয়েছে অস্ট্রেলিয়ান কোচ ড্যারেন ল্যামেনকে। জানিয়েছেন, ‘নিরাপত্তা ব্যবস্থা ‘“ফ্যান্টাসটিক”’। তবে সেটি কি রঙ্গ করেই কিনা সেটি বোঝা গেল না। অবশ্য নিরাপত্তা বাড়ানোর প্রমাণ মিলেছে গতকাল সকালে দল মাঠে আসার সময়ই। পথে ছিল আগের দিনের চেয়ে আরও বেশি কড়াকড়ি। যে কারণে সাধারণ পথচারীদের সঙ্গে ভোগান্তিতে পড়তে হয়েছে কভার করতে আসা সংবাদমাধ্যম কর্মীদেরও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ