Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২০২২ কমনওয়েলথে নেই ক্রিকেট

| প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসর অলিম্পিক গেমসে ক্রিকেট খেলাটিকে অন্তর্ভুক্ত করার দাবি দীর্ঘদিনের। শুধু অলিম্পিকেই নয়, কমনওয়েলথ গেমসেও ক্রিকেটকে রাখার জন্য অনেকদিন ধরেই সোচ্চার ছিলেন বিশ্ব ক্রীড়া সংগঠকরা। তবে এবার অভিযোগ উঠলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিরুদ্ধে। বিভিন্ন গেমসে ক্রিকেটকে নাকি অন্তর্ভূক্ত করতে তারাই চাইছে না। কারণ হিসেবে আইসিসির বক্তব্য, সদস্যভুক্ত দেশগুলোর আপত্তি রয়েছে গেমসে খেলাটি অন্তর্ভুক্ত করতে। সময় এবং সূচির কোনো ফাঁক পাওয়া যায় না বলেই আপত্তি জানায় তারা। নানা প্রতিকুলতার মাঝেও ২০২২ সালের কমনওয়েলথ গেমসে ক্রিকেটকে অন্তর্ভূক্ত করার পরিকল্পনা ছিল সংশ্লিষ্টদের। যখন কমনওয়েলথ গেমস ফেডারেশন ২০২২ সালের গেমস আয়োজনের জন্য দক্ষিণ আফ্রিকার ডারবানকে বেছে নেয়, তখনই পরিকল্পনা করা হয় নারী ক্রিকেটকে অন্তর্ভূক্ত করা হবে আসরে। কমনওয়েলথ গেমস ফেডারেশন লিঙ্গ বৈষম্য যাতে না হয়, এ কারণে নারী এবং পুরুষ ক্রিকেট একসঙ্গে আয়োজন করার পক্ষপাতি ছিল। কিন্তু শেষ পর্যন্ত ২০২২ সালের কমনওয়েলথ গেমস থেকে ক্রিকেটকে বাদই দেয়া হলো। এর জন্য প্রধানত দু’টি কারণ দেখানো হলো। যার প্রথমটি হচ্ছে, ২০২২ কমনওয়েলথ গেমস আয়োজক থেকে ডারবান নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। অর্থনৈতিক সমস্যার কারণে ডারবান জানিয়ে দিয়েছে, তারা এই গেমস আয়োজন করতে পারবে না। ডারবান যখন নিজেদের নামই প্রত্যাহার করলো, তখন যেখানেই গেমসটির আয়োজিত হোক না কেন, ক্রিকেটকে আর রাখা যাচ্ছে না। দ্বিতীয় কারণ হচ্ছে, কমনওয়েল গেমস ফেডারেশন যখন পুরুষ ক্রিকেটকেও অন্তর্ভূক্ত করতে চাচ্ছে, তখন ক্রিকেট খেলুড়ে দেশগুলোই তাতে আপত্তি জানাতে শুরু করেছে। এর মূল কারণ হচ্ছে সময় ও সূচি। ২০২২ সালের জুলাই এবং আগস্ট মাসে যে সময়ে কমনওয়েলথ গেমস আয়োজন হবে, তখন অনুষ্ঠিত হবে সিপিএল। এছাড়া একই সময়ে ইংল্যান্ডে একটি ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও রয়েছে। শুধু তাই নয়, একই সময়ে ইংল্যান্ড-ভারত সিরিজের সূচিও রয়েছে। এসব কারণেই ক্রিকেট খেলুড়ে দেশগুলোর অধিকাংশই ২০২২ সালের কমনওয়েলথ গেমসে এই খেলায় অংশ নিতে ইচ্ছুক নয়। তাই কমনওয়েলথ গেমস ফেডারেশনের লিঙ্গ সমতা আনার যে পরিকল্পনা ছিলো তা বাস্তবায়নও সম্ভব নয়। শেষ পর্যন্ত কমনওয়েলথ গেমস ফেডারেশনও সিদ্ধান্ত নিয়েছে, গেমসে ক্রিকেটকেই রাখা হবে না। যেখানেই হোক ২০২২ কমনওয়েলথ গেমস হবে ক্রিকেট ছাড়াই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ