Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি তিন বছরে সর্বনিম্নে

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কালো টাকার প্রভাব ঠেকাতে ও দুর্নীতি প্রতিরোধে গত বছরের শেষদিকে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করে ভারত সরকার। কিন্তু হুট করে নোট বাতিলের সরকারি সিদ্ধান্তে দেশের ভেতর চরম বিশৃঙ্খলা দেখা দেয়। সেই বিশৃঙ্খলার প্রভাব এখনো কাটিয়ে উঠতে পারেনি দেশটি। নোট বাতিলের প্রভাবে চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে প্রবৃদ্ধি নেমে এসেছে তিন বছরে সর্বনিম্নে। এদিকে চলতি অর্থবছরের জন্য ভারতের জিডিপি প্রবৃদ্ধি পূর্বাভাস ৭ দশমিক ২ শতাংশ থেকে কমিয়ে ৬ দশমিক ৬ শতাংশে স্থির করেছে বৈশ্বিক ব্রোকারেজ ফার্ম ইউবিএস। তবে জিএসটি বাস্তবায়নের পর অর্থনীতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে আসছে প্রান্তিকগুলোয় প্রবৃদ্ধি গতিশীল হবে বলে আশা প্রকাশ করে সংস্থাটি। বৈশ্বিক আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানটি আরো জানায়, প্রবৃদ্ধি পূর্বাভাস নিম্নমুখী হওয়া সত্তে¡ও নীতিনির্ধারকদের চলমান সংস্কার এবং ভোক্তা চাহিদার সুবাদে দেশটিতে কাঠামোগত প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে। ইউবিএসের অর্থনীতিবিদ তানভী গুপ্ত জেইন বলেন, ভারতের প্রবৃদ্ধি পূর্বাভাস কমিয়ে বছরওয়ারি ৬ দশমিক ৬ শতাংশে নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২০১৭-১৮ ও ২০১৮-১৯ অর্থবছরে প্রবৃদ্ধি পূর্বাভাস ৭ দশমিক ৪ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর আগে এ দুই অর্থবছরের জন্য যথাক্রমে ৭ দশমিক ২ শতাংশ ও ৭ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি পূর্বাভাস দেয়া হয়েছিল। তবে টেকসই প্রবৃদ্ধিতে থাকতে হলে ভারতকে ক্রমাগত নীতি সংস্কারের মধ্যে থাকতে হবে বলে বিশ্বাস করেন জেইন। সরকারি তথ্য অনুযায়ী, এপ্রিল-জুন প্রান্তিকে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি তিন বছরের মধ্যে সবচেয়ে নিচে নেমে এসেছে। ইকোনমিক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ