Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

জার্মানির চ্যান্সেলর নির্বাচনী জরিপে এগিয়ে মারকেল

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

জার্মানির চ্যান্সেলর নির্বাচনের মাত্র তিন সপ্তাহ বাকি। এরই মধ্যে জনমত জরিপে এগিয়ে রয়েছেন চতুর্থ মেয়াদে ক্ষমতা গ্রহণে ইচ্ছুক বর্তমান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল। গুরুত্বপূর্ণ টেলিভিশন বিতর্কে প্রতিদ্ব›দ্বী মার্টিন শুলজকে পেছনে ফেলেছেন তিনি। সম্প্রতি এক গুরুত্বপূর্ণ টেলিভিশন বিতর্কে অংশগ্রহণ করেন দুই প্রতিদ্ব›দ্বী মারকেল ও শুলজ। জনগণের সমর্থন লাভ ও জনপ্রিয়তার ক্রমপতন ঠেকাতে সোস্যাল ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টির (এসডিপি) নেতা মার্টিন শুলজের শেষ সুযোগ ছিল এটি। তবে ৯০ মিনিটের বিতর্ক শেষে মতামত জরিপে এগিয়ে যান ২০০০ সাল থেকে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির (সিডিইউ) নেতৃত্বে থাকা মারকেল। ২৪ সেপ্টেম্বর সাধারণ নির্বাচনের আগে এটাই ছিল শেষ টেলিভিশন বিতর্ক। বিতর্ক শুরুর পর দ্রুতই অভিবাসন আলোচনায় চলে যান শুলজ। এ সময় তিনি মারকেলের বিরুদ্ধে অভিবাসন বিষয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর সঙ্গে একটি সমন্বিত পরিকল্পনা গঠনে ব্যর্থ হওয়ার অভিযোগ আনেন। উল্লেখ্য, ২০১৫ সালে শরণার্থীদের প্রবেশের জন্য জার্মান সীমান্ত খুলে দেয়ার সিদ্ধান্ত নেন মারকেল। শুলজের এ আক্রমণের পাল্টা জবাবে মারকেল বলেন, চ্যান্সেলরের দায়িত্ব পালনের সময় অনেক ক্ষেত্রেই দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ