মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কেরালায় গরুর গোশত খাওয়া যাবে বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কে জে আলফোন্স। গত সোমবার তিনি এক বিবৃতিতে বলেন, বিজেপি’র এটা বলার অধিকার নেই যে, গরুর গোশত খাওয়া চলবে না। আমরা দেশের কোনো অংশের মানুষের খাদ্যাভ্যাস ঠিক করে দিতে পারি না। লোকেরাই ঠিক করবেন তারা কী খাবেন। সাবেক আমলা থেকে সদ্য কেন্দ্রীয় মন্ত্রী পদে নিযুক্ত হওয়া কে জে আলফোন্স বলেন, গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকার যেরকম রাজ্যে গরুর গোশত খাওয়া চলবে বলে জানিয়েছেন সেরকম একইভাবে কেরালাতেও গরুর গোশত খাওয়া চলবে। তিনি বলেন, বিজেপিশাসিত গোয়াতে যদি গরুর গোশত খাওয়া যায় তাহলে কেরালাতেও এর ব্যবহারে সমস্যা হওয়ার কথা নয়। আলফোন্স বলেন, মোদি ক্ষমতায় এলে খ্রিস্টানদের জ্বালিয়ে দেয়া হবে, গির্জা ধ্বংস করা হবে বলে ২০১৪ সালে অনেক প্রচার হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন, যেই ধর্ম বিশ্বাস করেন সেই ধর্ম পালন করুন। আমি আপনাদের রক্ষা করব। প্রধানমন্ত্রী সবাইকে ঐক্যবদ্ধ করতে মানুষকে একসঙ্গে আনার জন্য ভালো কাজ করেছেন বলেও আলফোন্স মন্তব্য করেন। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।