Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৈশ্বিক সুশাসনে ব্রিকসকে বড় ভূমিকা রাখতে হবে : জিনপিং

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে বিশ্বের প্রধান পাঁচ উদীয়মান অর্থনীতি ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক জোট ব্রিকস দুই দিনব্যাপী এক সম্মেলনে বসেছে। সম্মেলনে বৈশ্বিক সুশাসনে উল্লেখযোগ্য ভূমিকা পালন, ক্রমবর্ধমান সংরক্ষণবাদ প্রত্যাখ্যান এবং বিশ্বের ধনী ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যকার ব্যবধান মোকাবেলায় নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের জিয়ামেনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে চীনা প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক ব্যবস্থাকে আরো ন্যায়সঙ্গত ও সুষম করা প্রয়োজন। বাকি বিশ্বের সঙ্গে ব্রিকসের ঘনিষ্ঠ সম্পর্ক বৈশ্বিক সুশাসনে দেশগুলোর আরো সক্রিয় ভূমিকা পালনের দাবি রাখে। এ সময় তিনি বলেন, আমাদের ছাড়া বিশ্বের বহু চ্যালেঞ্জ কার্যকরভাবে সমাধান সম্ভব হবে না। বৈশ্বিক সমস্যা সমাধানে ও নিজেদের অভিন্ন স্বার্থ সুরক্ষায় ব্রিকস দেশগুলোকে একই মনোভাব পোষণ করতে হবে। এছাড়া বিশ্বব্যাপী ক্রমবর্ধমান সংরক্ষণবাদী প্রবণতার বিরোধিতা করার জন্য ব্রিকসভুক্ত দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন শি জিনপিং। একই সঙ্গে ব্রিকসের অর্থনৈতিক ও প্রযুক্তি সহযোগিতা পরিকল্পনায় প্রায় ৮ কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ব্রিকস দেশগুলোর উদ্যোগে গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) প্রকল্পের জন্য আরো ৪০ লাখ ডলার দেয়ার কথা জানিয়েছেন তিনি। এদিকে শনিবার এনডিবির অর্থায়নে প্রথম প্রকল্পটি সাংহাইয়ে কার্যক্রম শুরু করেছে। সাংহাই লিনগ্যাং ডিস্ট্রিবিউটেড সৌরবিদ্যুৎ প্রকল্পে ৭ কোটি ৬০ লাখ ডলার অর্থায়ন করেছে এনডিবি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী গড়ে ওঠা পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে ও উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিত্ব করতে প্রায় এক দশক আগে দ্রæতবর্ধনশীল উদীয়মান অর্থনীতিগুলো ব্রিকস গড়ে তোলে। জোটটি দ্রæতই আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকে উদীয়মান বাজারগুলোর ভোটাধিকার বাড়াতে সক্ষম হয়। এরই মধ্যে নিজস্ব উন্নয়ন ব্যাংক পরিচালনা শুরু করেছে ব্রিকসভুক্ত দেশগুলো। বিশ্লেষকদের মতে, চীন-ভারত বিরোধ এবং ব্রাজিল, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক সংকট হ্রাসে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে ব্রিকস। মুক্ত বাণিজ্য সমর্থন ও সংরক্ষণবাদ বিরোধিতার ক্ষেত্রে দেশ পাঁচটি একমত হলেও ব্রিকসের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক পার্থক্য বিদ্যমান রয়েছে। বিশেষ করে চীনের বিরুদ্ধে প্রতিযোগিতায় বাধা সৃষ্টির অভিযোগ রয়েছে। ব্রাজিল, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার অর্থনীতি মূলত কাঁচামাল রফতানি নির্ভর। সা¤প্রতিক বছরগুলোয় পণ্যের মূল্যপতনে দেশগুলোর অর্থনীতি ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে চীন ও ভারতের অর্থনীতি ম্যানুফ্যাকচারিং ও সেবানির্ভর। রয়টার্স, সিনহুয়া, বøুমবার্গ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ