Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

থাড স্থাপন করবে দ.কোরিয়া-যুক্তরাষ্ট্র

পিয়ংইয়ং আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে : সিউল

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ষষ্ঠ পারমাণবিক অস্ত্র পরীক্ষার পর উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে বলে সতর্ক করেছে দক্ষিণ কোরিয়া। যার জেরে যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে কোরীয় উপদ্বীপে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে এবং ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা (থাড) স্থাপন করবে দক্ষিণ কোরিয়া। কোরীয় উপদ্বীপে এয়ারক্রাফট ক্যারিয়ার ও কৌশলগত বোম্বার মোতায়েন করবে সিউল। এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি জানিয়েছে পিয়ংইয়ং। এছাড়া হাইড্রোজেন বোমা থাকার দাবি জানিয়েছে দেশটি। উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র পরীক্ষার পর দেশটির ওপর নতুন অবরোধ নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি বৈঠকের আহ্বান জানিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য সব সামরিক পদক্ষেপ সম্পর্কে জানতে চেয়েছেন বলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস জানিয়েছেন। গত সোমবার সিউলের জাতীয় প্রতিরক্ষা নীতির ভারপ্রাপ্ত উপমন্ত্রী জাং কিয়ুং-সু জানান, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপস্থলে গতিবিধি লক্ষ্য করা গেছে। উত্তর কোরিয়া আরো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। যে কারণে বেইজিংয়ের আপত্তি সত্তে¡ও নিরাপত্তা জোরদারে কোরীয় উপদ্বীপে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা (থাড) স্থাপন করা হবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। জুলাইয়ে দুটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং। প্রায় ১০ হাজার কিলোমিটার পাড়ি দিতে সক্ষম ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রের মূল ভূখন্ডের যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম বলে সে সময় দাবি করে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের এ আচরণ এরই মধ্যে বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি তৈরি করেছে। একই সঙ্গে সা¤প্রতিক পরীক্ষা দেশটির ওপর নতুন অর্থনৈতিক ও সামরিক চাপ বৃদ্ধির সম্ভাবনা বৃদ্ধি করেছে। রয়টার্স, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ