Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আসছে যুক্তরাষ্ট্রের

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধোন্মাদনার অভিযোগ তুলে নতুন করে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত নিকি হেলি অভিযোগ করেন, উ.কোরিয়া যুদ্ধ চাইছে। তিনি হুঁশিয়ার করেন, যুক্তরাষ্ট্র কখনোই যুদ্ধ চায় না। তবে সহ্যের একটা সীমা আছে। আমরা আমাদের ও মিত্রদের রক্ষা করবো। বৈঠকে পরিষদকে উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহেই দ্বিতীয়বারের মতো নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক হয়েছে। ওয়াশিংটন উত্তর কোরিয়ার উপর নতুন নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে বলে জানান নিকি হেলি। আগামী সোমবারই এই নিয়ে ভোট হওয়ার কথা রয়েছে। নিরাপত্তা পরিষদকেও উত্তর কোরীয় নেতা কিম জং উনকে প্রতিহত করতে সবরকম পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। হেলি বলেন, উত্তর কোরিয়ার সা¤প্রতিক পরীক্ষা চপেটাঘাত। একইসঙ্গে দেশটির সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর নিন্দা করেন তিনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র দেখবে কোন দেশগুলো উত্তর কোরিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে এবং সহায়তা করে যাচ্ছে। সম্প্রতি ক্ষেপণাস্ত্রে বহনযোগ্য একটি হাউড্রোজেন বোমার সফল পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে পিয়ং ইয়ং। দেশটির দাবি, এই হাইড্রোজেন বোমা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে ব্যবহারের উপযোগী। জাতিসংঘের নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই উত্তর কোরিয়া একের পর এক পারমাণবিক পরীক্ষা চালিয়ে যাচ্ছে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ