Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উ. কোরিয়া ইস্যুতে বৈশ্বিক বিপর্যয়ের আশঙ্কা পুতিনের

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন উত্তর কোরিয়ার পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইস্যুতে বৈশ্বিক বিপর্যয়ের আশঙ্কা করছেন। তিনি বলেন, যদি কূটনৈতিক উপায়ে উত্তর কোরিয়ার ইস্যুর সমাধান না হয়, তাহলে বৈশ্বিক বিপর্যয় হতে পারে। তিনি আরো বলেন, দেশটির বিরুদ্ধে আবারো নিষেধাজ্ঞা আরোপ করে কোনো লাভ হবে না। টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে গতকাল মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। গত রোববার উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রে হাইড্রোজেন বোমা পরীক্ষার দাবি করার পর যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহŸানের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট পুতিন এমন মন্তব্য করলেন। ব্রিকস সম্মেলনে উপলক্ষে চীনে রয়েছেন তিনি। হাইড্রোজেন বোমা পরীক্ষার দাবি করার পর উত্তর কোরিয়ার বিরুদ্ধে বিশ্বনেতারা নিন্দা জানিয়ে তাদের বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ভাবছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র প্রস্তুতি নিচ্ছে। এই পদক্ষেপে সমর্থন দিয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেলসহ অধিকাংশ পশ্চিমা নেতারা। উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে লাভ হবে না- এমন মন্তব্য করলেও দেশটির ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে একে উসকানিমূলক কাজ বলে অভিহিত করেছেন পুতিন। তবে তিনি বলেছেন, এই অবস্থায় নিষেধাজ্ঞা চাপানো ব্যর্থ ও অপর্যাপ্ত কাজ হবে। উত্তর কোরিয়া ইস্যুতে সংলাপের আহŸান জানিয়ে নতুন করে নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ না নেওয়ার কথা বলেছেন পুতিন। তিনি বলেছেন, এ ধরনের পদক্ষেপে পরিস্থিতি আরো উত্তেজনাপূর্ণ হতে পারে। এর ফলে বৈশ্বিক বিপর্যয় ও বহু মানুষ শিকারে পরিণত হতে পারে। আরটি, তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ