Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জঙ্গি আবদুল্লাহর বোনকে উদ্ধার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৭, ৩:২৪ পিএম

জঙ্গি আস্তানা সন্দেহে মিরপুরের মাজার রোডের বাড়িটি র‌্যাব ঘিরে ফেলার পর ভেতরে থাকা বোনকে বাইরে বের করে দিয়েছেন জঙ্গি আবদুল্লাহ। পরে র‌্যাব তার বোনকে আটক করে হেফাজতে নিয়েছে।

জানা গেছে, ঈদ উপলক্ষে আবদুল্লাহর বোন ওই বাসায় ঘুরতে এসেছেন। অভিযানের বিষয়টি টের পেয়েই বোনকে বের করে দেন আবদুল্লাহ। পরে বোনের মোবাইল ফোন দিয়েই র‌্যাব আবদুল্লার সঙ্গে যোগাযোগ করে। যদিও আত্মসমর্পণের ব্যাপারে এখনো কোনো সাড়া মেলেনি।

আবদুল্লার বোনের বরাত দিয়ে র‌্যাব জানিয়েছে, বাসার ভেতরে আবদুল্লার দুই স্ত্রী ও দুই সন্তানসহ সাতজন অবস্থান করছেন। আবদুল্লাহর বোনকে র‌্যাব সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, মিরপুরের মাজার রোডের ভাঙ্গা ওয়ালের গলির ২/৩-বি নম্বর বাসায় এক জঙ্গি অবস্থান করছে সন্দেহে ঘিরে রেখেছে র‌্যাব। র‌্যাব জানিয়েছে, ছয়তলা ওই বাড়ির পাঁচতলায় আবদুল্লাহ নামে এক জেএমবি নেতাকে সপরিবারে অবস্থান করছেন। তাকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ