গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
জঙ্গি আস্তানা সন্দেহে মিরপুরের মাজার রোডের বাড়িটি র্যাব ঘিরে ফেলার পর ভেতরে থাকা বোনকে বাইরে বের করে দিয়েছেন জঙ্গি আবদুল্লাহ। পরে র্যাব তার বোনকে আটক করে হেফাজতে নিয়েছে।
জানা গেছে, ঈদ উপলক্ষে আবদুল্লাহর বোন ওই বাসায় ঘুরতে এসেছেন। অভিযানের বিষয়টি টের পেয়েই বোনকে বের করে দেন আবদুল্লাহ। পরে বোনের মোবাইল ফোন দিয়েই র্যাব আবদুল্লার সঙ্গে যোগাযোগ করে। যদিও আত্মসমর্পণের ব্যাপারে এখনো কোনো সাড়া মেলেনি।
আবদুল্লার বোনের বরাত দিয়ে র্যাব জানিয়েছে, বাসার ভেতরে আবদুল্লার দুই স্ত্রী ও দুই সন্তানসহ সাতজন অবস্থান করছেন। আবদুল্লাহর বোনকে র্যাব সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, মিরপুরের মাজার রোডের ভাঙ্গা ওয়ালের গলির ২/৩-বি নম্বর বাসায় এক জঙ্গি অবস্থান করছে সন্দেহে ঘিরে রেখেছে র্যাব। র্যাব জানিয়েছে, ছয়তলা ওই বাড়ির পাঁচতলায় আবদুল্লাহ নামে এক জেএমবি নেতাকে সপরিবারে অবস্থান করছেন। তাকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।