Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভয়ঙ্কর স্মিথকে ফেরালেন তাইজুল

স্পোটস রিপোটার, চট্টগ্রাম | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৭, ২:৪৬ পিএম

উইকেটে অধিনায়ক, খেলছিলেন দারুণ। আরেক প্রান্তে দুই বছর পর টেস্ট দলে ফেরা নাসিরের ব্যাটেও ছিল ভালো কিছুর আভাস। আশা ছিল তাই বড় কিছুর। হলো উল্টো। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৩০৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাবে শুরুতেই (দলীয় ১৫ রানে) ম্যাট রেনশকে ফিরিয়ে প্রথম ধাক্কাটি দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। এর পর ভয়ঙ্কার হয়ে ওঠা ওয়ানার-স্মিথ জুটি ভাঙ্গেন তাইজুর রহমান। এই স্পিনারের দুদান্ত এক ঘূণির যাদু বুঝতে না পেরে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন স্মিথ। ফিফটি তুলে অধিনায়ক থামেন ৫৮ রানে। 

দ্বিতীয় দিন সকালেই মুখ থুবড়ে পড়ল বাংলাদেশের ব্যাটিং। ৬২ রানে দিন শুরু করা মুশফিক ফিরেছেন শুরুতেই, আর মাত্র ৬ রান যোগ করে (৬৮) পরিনত লায়নের আরেক শিকারে। ১৯ রানে থাকা নাসিরও দেখাচ্ছিলেন ব্যাটে ঝলক। তবে ফিরেছের ফিফটির খুব কাছ থেকে, ৪৫ করে। বলের হিসেবে ভালোই খেলছিলেন মিরাজও, তবে সঙ্গীর অভাবে ৫৮ বলে ১১ রানেই থেমেছেন এই অলরাউন্ডারও। তাইজুলের ব্যাট থেকে এলো ৯ রা। বস মিলিয়ে কোনো রকমে তিনশ ছাড়িয়েই শেষ বাংলাদেশ। শেষ চার উইকেট নিয়ে দ্বিতীয় দিন সকালে আর মাত্র ৫২ রান যোগ করতে পেরেছে দল। আগের দিনের ৫ উইকেটের সঙ্গে ন্যাথান লায়ন যোগ করেছেন আরও দুটি। শেষ করলেন ৯৪ রানে ৭ উইকেট নিয়ে। তার ক্যারিয়ারের দ্বিতীয় সেরা বোলিং।


শুরুতেই সফরকারীদের ভালো ধাক্কা দিয়েছে বাংলাদেশ। দলীয় মাত্র ৫ রানের মাথায়ই আউট হয়েছেন ম্যাট রেনশ। মধ্যাহ্ন বিরতির আগে পর্যন্ত ১ উইকেটে ১৫ রান করে অস্ট্রেলিয়া।


স্পিনারদের জয়জয়াকার এই সিরিজে তুরুপের তাস হিসেবে এদিন বাংলাদেশের বোলিংয়ের শুরুটা করেন মুস্তাফিজুর রহমান। এই পেসারের লেগ স্টাম্পের ওপর পড়া একটি বল ফ্লিক করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। মুশফিকের নেওয়া ক্যাচটি ছিল অনবদ্যই। কৃতিত্বটা কার বেশি, এটা নিয়ে কথা উঠতে পারে। তবে রেকর্ড বইয়ে নাম লেখা হবে দুজনেরই। মুস্তাফিজের ব্যক্তিগত হিসাবে যোগ হবে আরও একটি উইকেট, মুশফিকেরও ডিসমিসাল রেকর্ডে একটি ক্যাচ। কিন্তু মুস্তাফিজের বলে মুশফিক যেভাবে ডান দিকে ঝাঁপিয়ে ম্যাট রেনশর ক্যাচটি নিলেন, তাতে কৃতিত্বে বাংলাদেশ অধিনায়ককে একটু এগিয়ে রাখতে হচ্ছেই।



 

Show all comments
  • nuralam ৫ সেপ্টেম্বর, ২০১৭, ১১:৩৪ পিএম says : 0
    k
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ