Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউরোপ থেকে সবার আগে বেলজিয়াম

| প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : স্বাগতিক রাশিয়ার পর ইউরোপের প্রথম দল হিসেবে ২০১৮ বিশ্বকাপ নিশ্চিত করেছে বেলজিয়াম। ইয়ান ভারটোনেন আর রোমেলু লুকাকুর গোলে ২-১ গোলে গ্রিসকে হারায় তারা। ‘এইচ’ গ্রুপে দুই ম্যাচ বাকি থাকতে দ্বিতীয় স্থানে থাকা বসনিয়া ও হার্জেগোভিনার চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে বেলজিয়াম।
এদিন জেকোর জোড়া গোলে জিব্রাল্টারকে ৪-০ গোলে হারিয়ে গ্রিসের চেয়ে ১ পয়েন্ট এগিয়ে থাকা বসনিয়া প্লেঅফের লড়াইয়ে আছে। বেলজিয়ামের আগে রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করে ব্রাজিল, মেক্সিকো, ইরান ও জাপান। ‘বি’ গ্রুপে সুইজারল্যান্ড ৩-০ গোলে লাটভিয়াকে এবং পর্তুগাল ১-০ গোলে হাঙ্গেরিকে হারিয়েছে। দুই রাউন্ড বাকি থাকতে পর্তুগালের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে সুইসরা। বুলগেরিয়াকে ৩-১ গোলে গোলে হারিয়ে বিশ্বকাপের স্বপ্ন টিকিয়ে রেখেছে নেদারল্যান্ডস। ‘এ’ গ্রুপে তৃতীয় স্থানে থাকা ডাচদের পয়েন্ট ১৩।
লাক্সেমবার্গের সঙ্গে গোলশূন্য ড্র করা ফ্রান্স ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। বেলারুশকে ৪-০ গোলে হারানো সুইডেন পিছিয়ে আছে ১ পয়েন্ট।
-বিডিনিউজ২৪ডটকম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ