Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মডার্ন প্যান্টাথলনে বাংলাদেশের ব্রোঞ্জ জয়

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নতুন এক ক্রীড়া ডিসিপ্লিনের নাম মডার্ণ প্যান্টাথলন। যে খেলাটি পরিচালনার জন্য বাংলাদেশে কোন অ্যাসোসিয়েশন বা ফেডারশেন পর্যন্ত নেই। এমনই এক খেলায় অংশ নিয়ে ভারতের দিল্লি থেকে ব্রোঞ্জপদক জিতে এসেছেন বাংলাদেশের এক ক্রীড়াবিদ। ব্যক্তিগত আমন্ত্রণে মডার্ন প্যান্টাথলনে খেলতে দিল্লি গিয়েছিলেন ঢাকা কমার্স কলেজের শাহরিয়ার হোসেন আদ্রা ও শেখ রনি। প্রথমবার অংশ নিয়েই লেজার রানে ব্রোঞ্জপদক জয় করেন শাহরি য়ার। তবে শেখ রনি পদক জিততে না পারলেও বিশ্বকাপ লেজার রানে খেলার জন্য নির্বাচিত হন।
সুইমিং, ফেন্সিং, শুটিং ও রানিং এর সংমিশ্রনে হেপ্টাথলন খেলা। অন্যদিকে রানিং, সুইমিং ও শুটিংয়ের মিশ্রনে ট্রায়াথলন এবং রানিং ও শুটিং নিয়ে হয় লেজার রান খেলা। আর হেপ্টাথলন, ট্রায়াথলন ও লেজার রান- এই তিনটির মিশ্রনে মডার্ন প্যান্টাথলন। লেজার রানে একজন প্রতিযোগিকে প্রথমে আটশ’ মিটার দৌঁড়াতে হয়। পরে লেজারের (আলোক রশ্মি) মাধ্যমে শুটিংয়ে অংশ নিতে হয়। এভাবে চারবার মোট ৩২০০ মিটার দৌঁড়ানোর পর লেজার শুটিং করতে হয়। সবচেয়ে কম সময়ের মধ্যে যিনি লক্ষ্য পুরণ করতে পারেন তিনিই সেরার খেতাব জিতবেন। ইন্ডিয়ান মডার্ন প্যান্টাথলন ফেডারেশনের আমন্ত্রণে দিল্লি গিয়েছিলো তিন সদস্যের বাংলাদেশ দল। ইউনিয়ন অব ইন্টারন্যাশনাল প্যান্টাথলন দ্য মডার্নের (ইউআইপিএম) আয়োজনে ২৭ আগষ্ট দিল্লির ছত্রিশশের স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় লেজার রান। সাতটি দেশ ও ভারতের ১৬টি রাজ্যদল অংশ নেয় এ আসরে। দেশগুলো হলো- বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, নেপাল, থাইল্যান্ড, মালদ্বীপ ও স্বাগতিক ভারত। ১৯ থেকে ২১ বছর বয়সী জুনিয়র ইভেন্টে অংশ নেন ঢাকা কমার্স কলেজের দুই ক্রীড়াবিদ শাহরিয়ার ও শেখ রনি। লেজার রান সিটি ট্যুরের আয়োজনে এ টুর্নামেন্টে খেলে গত ৩০ আগস্ট দেশে ফিরেছে বাংলাদেশ দল। ৩২০০ মিটার দৌঁড় এবং লেজার শুটিং করে ব্রোঞ্জপদক জিতে দেশে ফিরে শাহরিয়ার বলেন, ‘মডার্ন প্যান্টাথলন অনেক কষ্টের একটি ডিসিপ্লিন। চারবার আটশ’ মিটার দৌঁড়ানো চাট্টিখানি কথা নয়। তারপরও আমি ব্রোঞ্জ জিতেছি। এই প্রথম বিদেশের মাটিতে লাল সবুজের পতাকা উড়াতে পেরেছি। আশাকরি নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপেও পদক জিতে আনতে পারবো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ