Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোহলি-ধোনির বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

টেস্টের পর ওয়ানডে সিরিজেও স্বাগতিক শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ছাড়লো সফরকারী ভারত। পেসার ভুবেনশ্বর কুমারের ৫ উইকেটের পর অধিনায়ক বিরাট কোহলির অপরাজিত শতকের সুবাদে পরশু সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারায় ভারত। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রতিপক্ষকে এই নিয়ে ষষ্ঠবার এবং দ্বিতীবারের মত শ্রীলঙ্কাকে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করলো ভারত। পাশাপাশি এই প্রথমবারের মত দেশের মাটিতে হোয়াইটওয়াশের লজ্জা পেল লঙ্কানরা।
হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে কলম্বোতে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় শ্রীলঙ্কা। কিন্তু ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে না পেরে তারা গুটিয়ে যায় ২৩৮ রানেই। ভুবেনশ্বর নেন ৪২ রানে ৫ উইকেট। জবাবে অধিনায়ক বিরাট কোহলির ক্যারিয়ারের ৩০তম শতকে ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। এই শতকের মাধ্যমে ওয়ানডে ক্রিকেটে দ্রæত ৩০ সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েন কোহলি। ওয়ানডে ক্যারিয়ারের ১৮৬তম ইনিংসে ৩০তম সেঞ্চুরি তুলে ১১০ রানে অপরাজিত থাকেন কোহলি। নতুন রেকর্ডের পথে কোহলি পেছনে ফেলেন তারই সাবেক সতীর্থ শচীন টেন্ডুলকারকে। এতদিন ২৬৭তম ইনিংসে ৩০তম সেঞ্চুরি করে সবার উপরে ছিলেন টেন্ডুলকার। আইসিসি ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়েও ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রেটিং গড়া টেন্ডুলকারের ৮৮৭ পয়েন্ট স্পর্শ করেন কোহলি। একই ম্যাচে ওয়ানডে ক্রিকেট ইতিহাসের প্রথম উইকেটরক্ষক হিসেবে স্টাম্পিং-এর সেঞ্চুরি করেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এতে পেছনে পড়ে যান শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ৪০৪ ম্যাচে ৯৯টি স্টাম্পিং করেছিলেন সাঙ্গা। এর আগে ক্যারিয়ারের ২৯৯তম ওয়ানডেতে ৯৯তম স্টাম্পিং করেছিলেন ধোনি।



 

Show all comments
  • ৫ সেপ্টেম্বর, ২০১৭, ৮:০৫ এএম says : 0
    good
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ