প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয় জাদুঘর ১২ মার্চ সকাল ১১টায় নিদর্শন সংগ্রহ পদ্ধতি ও ক্যাটালগ বিবরণী সম্পর্কিত মতবিনিময় সভার আয়োজন করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। আলোচনায় অংশগ্রহণ করেন ড. এনামুল হক, ড. ফিরোজ মাহমুদ, মো. আলতাফ হোসেন, মোশারফ হোসেন, ড. শিখা নূর মুনসী, ড. দুলাল চন্দ্র ভৌমিক, কবি তারিক সুজাত, মোস্তফা, ড. মো. রেজাউল করিম, ড. মো. শরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এম. আজিজুর রহমান। বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী বলেন, সাড়ে সাত হাজার নিদর্শনের বিবরণ ১৫ খÐে ক্যাটালগে প্রকাশ করা হবে। বিশেষজ্ঞগণও জাতীয় জাদুঘরের কর্মকর্তাবৃন্দ কাজটি সম্পন্ন করবেন। এখন নতুন চ্যালেঞ্জ নিদর্শনের বিবরণ যথাযথভাবে উপস্থাপন করা। চলতি বছরের জুন মাসের মধ্যে মুদ্রার ক্যাটালগ প্রকাশ করা হবে বলে আমরা আশা করি। বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এম. আজিজুর রহমান বলেন, জাদুঘরের নিদর্শনের নিবন্ধন করণ, প্রয়োজনীয় তথ্য সংযোজন, ক্যাটালগ প্রকাশ ও গবেষণা জাদুঘরের গুরুত্বপূর্ণ কাজ। ১৫ খÐের ক্যাটালগ প্রকাশিত হলে এটি এশিয়ার বৃহত্তম জাদুঘরের অন্যতম প্রকাশনার মর্যাদায় উন্নীত হবে। জাদুঘরের ঈড়ষষবপঃরড়হ গধহধমবসবহঃ ঝুংঃবস ধহফ উবংপৎরঢ়ঃরড়হ ঈধঃধষড়মঁবং শীর্ষক প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলেই তাদের জ্ঞান, প্রজ্ঞা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে সফল হবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।