Inqilab Logo

মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১, ০২ মুহাররম ১৪৪৬ হিজরী

রাজধানীর আদাবরে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০১৭, ১১:১৩ এএম | আপডেট : ১:০৫ পিএম, ৪ সেপ্টেম্বর, ২০১৭

রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের পরিবেশ ও সমাজসেবা বিষয়ক সম্পাদক মশিউর রহমান (২৫)কে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মশিউরের বাবার নাম জুলহাস দেওয়ান। আদাবর শেখেরটেকের ১১ নম্বর রোডের ৩৫/৮ নম্বর বাড়িতে থাকেন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে শেখেরটেক ১০ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে ওই এলাকা দিয়ে মোটর সাইকেলে ফিরছিলেন মশিউর। এ সময় কয়েকজন রড ও লাঠি নিয়ে তার ওপর হামলা চালায়।
খবর পেয়ে পুলিশ গিয়ে মশিউরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা
করেন।

নিহতের ছোট ভাই মজিবর রহমান গণমাধ্যমকে জানান, মোটরসাইকেলে রাত ১১টার দিকে বাসায় ফিরছিলেন তিনি। আদাবর শেখেরটেক ১০নং রোডের মাথায় আসার পর অতর্কিত হামলা চালানো হয়। মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। রড দিয়ে বেধড়ক পেটানো হয়। পরে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মারা যায় মশিউর।

আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম গণমাধ্যমকে জানান, পুলিশের কাছে একটা তথ্য আসছে শেখেরটেকে দুর্বৃত্তদের হামলায় আদাবর থানা ছাত্রলীগের পরিবেশ ও সমাজসেবা বিষয়ক সম্পাদক মশিউর রহমান মারা গেছেন। এখন পর্যন্ত মামলা হয়নি। পুলিশ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে।



 

Show all comments
  • Abdul Razzak Mreedha ৪ সেপ্টেম্বর, ২০১৭, ৪:৫৫ পিএম says : 1
    AL leaders,workers always are killed by BNP& Jamaat while AL in power or out of power.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ