মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর চলমান হত্যাকান্ডকে গণহত্যা বলে আখ্যায়িত করেছেন। মিয়ানমারে রোহিঙ্গা মুসলমান হত্যার ঘটনা গত সপ্তাহ থেকে আকস্মিকভাবে বেড়ে গেছে এবং এ পর্যন্ত অন্তত ৪০০ মুসলমানকে করা হয়েছে বলে ইরানের প্রেসটিভি খবর দিয়েছে। তবে কোনো কোনো গণমাধ্যম নিহতের সংখ্যা এক হাজারের বেশি বলে জানিয়েছে।
শুক্রবার ইস্তাম্বুলে সাংবাদিকদের কাছে এরদোগান বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে যা হচ্ছে তা গণহত্যা। সবাই এ ঘটনায় চুপ রয়েছে এবং দূর থেকে তাকিয়ে দেখছে। গণতন্ত্রের আড়ালেই এ গণহত্যা চলছে। তিনি বলেন, বিষয়টি জাতিসংঘের আসন্ন সাধারণ বার্ষিক অধিবেশনে বিস্তারিতভাবে আলোচনা করা হবে বলে জানিয়েছেন।
২০১২ সাল থেকে উগ্রবাদী বৌদ্ধরা রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যাযজ্ঞ চালিয়ে আসছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে বসবাসরত রোহিঙ্গা মুসলমানদের সে দেশের নাগরিক বলে স্বীকার করে না দেশটির সরকার। শান্তিতে নোবেল বিজয়ী কথিত গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচির দল ক্ষমতায় থাকার পরও এই হত্যাকান্ড নির্বিচারে চলছে। এ পর্যন্ত অং সান সুচি মুসলমানদের হত্যাবন্ধে কোনো ব্যবস্থা নেন নি। এ নিয়ে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।