Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ফাঁকা ঢাকায় প্রবেশ পথে তল্লাশি হবে: ডিএমপি কমিশনার

ইনকিলাব অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৭, ৫:৪০ পিএম

গরুর হাট পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে প্রবেশের ১৩টি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। ৫ সেপ্টেম্বর পর্যন্ত এসব চৌকি থাকবে। সাদা পোশাকে র‌্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন নিরাপত্তা নিশ্চিত করতে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ঈদে ফাঁকা ঢাকায় প্রবেশের পথে কড়াকড়ি থাকবে। সন্দেহভাজনদের তল্লাশি করা হবে। সব মানুষ না ফিরে আসা পর্যন্ত এ নিরাপত্তা থাকবে।

শুক্রবার রাজধানীর আফতাবনগর পশুর হাট পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।


সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘পশুর চামড়া নিয়ে কোনো অপতৎপরতা কিংবা বিশৃঙ্খলা হলে পুলিশ ব্যবস্থা নেবে। কাউকে ছাড় দেওয়া হবে না। অজ্ঞান বা মলম পার্টির অপতৎপরতাও রোধ করা গেছে। ঈদগাহ ও বিপণীবিতানও নিরাপত্তার আওতায় রাখা হয়েছে।’

পরে তিনি রাজধানীর আরো কয়েকটি পশুর হাট পরিদর্শন করেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • afsar shikder ২ সেপ্টেম্বর, ২০১৭, ১১:০৭ এএম says : 0
    it;s doubtless doubt;s
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ