প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : প্রতি রবি ও সোমবার রাত ৮ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘অন্তর্জাল’। কামরুল আহসানের রচনা ও জাহিদুল ইসলাম জাহিদের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব, বাঁধন, শ্যামল মাওলা, নিশা, সাবেরী আলম, মানস বন্দ্যোপাধ্যায়, এস এম মহসীন, শামীমা নাজনীন, অবিদ রেহান, শেলী আহসান প্রমুখ। গল্পে দেখা যাবে, কাগজপত্রে ছাড়াছাড়ি না হলেও স্ত্রীর সাথে মৌখিকভাবে এক প্রকার ছাড়াছাড়ি হয়ে গেছে রাশেদ আহমেদের। একমাত্র মেয়ে আফরিনকে নিয়ে তিনি এখন ঢাকার বিশাল একটি বাড়িতে থাকেন। মায়ের অভাব আর বাবার অতিরিক্ত আদর পেয়ে আফরিন একটু উচ্ছৃঙ্খল হয়ে গেছে। যখন তখন যা খুশি করে বেড়ায় সে। বাবা কিছু বললেই সে ভয় দেখায় মার কাছে চলে যাবে। তার মা যুক্তরাষ্ট্রে থাকে। আফরিন নতুন ড্রাইভিং শিখেছে। কিছুদিন আগেই একটা এক্সিডেন্ট করেছে বলে বাবা তাকে গাড়ি চালাতে বারন করেন। কিন্তু বাবার নিষেধ অমান্য করে একদিন আফরিন গাড়ি নিয়ে বেরিয়ে যায়। রাস্তায় সাইকেল চালক তমালের সাথে ধাক্কা লাগে আফরিনের গাড়ির। তমাল সাইকেল নিয়ে পড়ে যায়। গল্প মোড় নেয় নতুন দিকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।