Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কি হবে চট্টগ্রাম টেস্টের একাদশ!

| প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ঢাকা টেস্টে ঐতিহাসিক জয়ের পর প্রথম টেস্টের দলের ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা। অস্ট্রেলিয়ার বিপেক্ষ চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ১৪ সদস্যের অপরিবর্তিত দল ঘোষণা করা করেছে বিসিবি। মোসাদ্দেক হোসেনের চোখের সমস্যায় দলে ফেরা মুমিনুল হক জায়গা ধরে রেখেছেন। ইংল্যান্ড সফরে হাই পারফরম্যান্স দলে তরুণ অফ স্পিনিং অলরাউন্ডার জায়গা পাওয়ায় মুমিনুলের টেস্ট দলে থেকে যাওয়া অনুমিতই ছিল। আগামী ৪ সেপ্টেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। ঢাকায় ২০ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।
দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল
মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, নাসির হোসেন, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মুমিনুল হক, লিটন দাস, তাসকিন আহমেদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ